হায়দরাবাদ, 5 ডিসেম্বর:অপেক্ষার প্রহর গোনা প্রায় শেষ ৷ এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ আর সেই মাহেন্দ্রক্ষণের আগে একে একে সামনে আসছে ভিকি কৌশল (vicky kausahl wedding) ও ক্যাটরিনা কাইফের (Vicky Katrina wedding) রাজকীয় বিয়ের আয়োজন ৷ বিয়ের প্রস্তুতি, অতিথিদের তালিকা সব কিছু নিয়েই হাওয়ায় খবর ভাসছে ৷ এবার জানা গেল হবু বর (Vicky kaushal wedding entry) ও বরযাত্রীর সেই বিশেষ দিনে বিয়ের আসরে গ্র্যান্ড এন্ট্রির পরিকল্পনার কথা ৷
এখনও নিজেরা কিছু মুখ ফুটে বলেননি ৷ তবে আট থেকে আশির জানতে বাকি নেই যে, রাজস্থানে 7 থেকে 9 ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ভিকি ও ক্যাটরিনা (vicky and katrina latest news)৷ সঙ্গীত, মেহেন্দি তারপর বিয়ে - যাবতীয় আচার মেনেই সম্পন্ন হবে শুভবিবাহ ৷
সম্প্রতি খবর মিলেছে যে, বিরাট বরযাত্রী নিয়ে বিয়ের আসরে ধমাকেদার এন্ট্রি হতে চলেছে ভিকি কৌশলের (vicky katrina wedding latest news) ৷ বরযাত্রীদের প্রবেশে (grooms grand entry) রয়েছে বিশেষ চমক ৷ জানা গিয়েছে, সাতটি ঘোড়ার গাড়িতে চড়ে বিবাহ বাসরে পৌঁছবেন হবু বর ৷
আরও পড়ুন:Vicky-katrina wedding : সেজে উঠেছে জয়পুরের দুর্গ, ভিক্যাটের জমকালো বিয়েতে অতিথি তালিকায় চমক