পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Vicky Katrina wedding: মেহন্দি-সঙ্গীতের জমজমাট পর্বের পর আজ গায়ে হলুদ ভিক্যাটের - ভিকি ক্যাটরিনার বিয়ে

মঙ্গলবার ছিল জমজমাট মেহন্দি ও সঙ্গীতের পর্ব ৷ আজ গায়ে হলুদ (vicky katrina haldi ceremony) ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের (Vicky Katrina wedding)৷ সিক্স সেনসেস ফোর্টে বলিউডের তারকা জুটির বিয়ের (vicky kaushal katrina kaif wedding) বিরাট আয়োজন করা হয়েছে ৷

vicky-katrina-wedding-after-a-grand-sangeet mehndi-today haldi-ceremony-to-take-place
মেহন্দি ও সঙ্গীতের জমজমাট পর্বের পর আজ গায়ে হলুদ ভিক্যাটের

By

Published : Dec 8, 2021, 12:12 PM IST

হায়দরাবাদ, 8 ডিসেম্বর : সোয়াই মাধোপুরের চৌথ কা বারওয়ারায় জমজমাট বিয়ের আসর ৷ সিক্স সেনসেস ফোর্টে বলিউডের তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের (Vicky Katrina wedding) অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে মঙ্গলবারই ৷ মেহেন্দি ও সঙ্গীতের জমাটি পর্ব সেরে আজ গায়ে হলুদ (vicky katrina haldi ceremony)৷ আর সাত পাকে বাঁধা পড়ার মাহেন্দ্রক্ষণ বৃহস্পতিবার ৷

হবু কনের হাতে মেহন্দির রং লাগার মুহূর্তের সাক্ষী থেকেছেন পরিবার ও আমন্ত্রিত অতিথিরা ৷ প্রায় ঘণ্টাখানেক ধরে চলে মেহন্দির অনুষ্ঠান ৷ এরপরই প্রস্তুতি শুরু হয়ে যায় সঙ্গীতের ৷ নাচে-গানে জমে ওঠে আসর ৷ জাঁকজমক ও আয়োজনে ভিক্যাটের (vicky kaushal katrina kaif wedding) সঙ্গীত সেরিমনি হারিয়ে দেবে বলিউডের বিভিন্ন ফিল্মকেও ৷ ঐতিহ্যবাহী হোটেলের খারবুজা মহলের লনে সঙ্গীতের আয়োজন করা হয়েছিল ৷ খোলা থিয়েটারের মতো সাজানো হয়েছিল সেই লন ৷ সেখানে পারফর্ম করার জন্য একটি মঞ্চ তৈরি করা হয় ৷ সূূত্রের মারফৎ জানা গিয়েছে, সঙ্গীতে বেজেছে রাজস্থানি ও পঞ্জাবি গান ৷ তার সুরে কোমর দুলিয়েছেন বলিউডের তারকারা ৷ ছিলেন কবীর খান ও তাঁর স্ত্রী মিনি মাথুর, গুরদাস মান, জাভেদ আলি, নেহা ধুপিয়া-সহ আরও অনেকে ৷

সাজো সাজো রব রাজস্থানের কেল্লায়

আরও খবর:Vickat wedding: ভিক্যাটের বিয়ের এক্সক্লুসিভ ফুটেজের দাম 100 কোটি ! নিকইয়াঙ্কার থেকেও বেশি

বুধবার গায়ে হলুদের অনুষ্ঠানে বলিউডের আরও অনেক তারকা এই রাজকীয় বিয়ের (vicky kaushal katrina kaif wedding festivities) সাক্ষী থাকতে উপস্থিত হবেন বলে খবর ৷ আজ সকাল 11.30টা থেকে শুরু হয়েছে গায়ে হলুদের পর্ব ৷

আরও পড়ুন:Vicky Katrina wedding: কড়াকড়ি সত্ত্বেও ফাঁস ভিক্যাটের বিবাহবাসরের সাজসজ্জা, ভাইরাল ভিডিয়ো

ভিক্যাটের বিবাহবাসর

তবে 9 তারিখ হল আসল দিন ৷ এই দিনেই বিবাহবন্ধনে (vicky katrina latest news) আবদ্ধ হচ্ছেন ভিকি ও ক্যাটরিনা (Katrina Kaif wedding)৷ বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা ৷ সে দিনই রাতে নৈশভোজ ও পুলসাইড পার্টির আয়োজন ৷ 12 ডিসেম্বর পর্যন্ত বারওয়ারা কেল্লাতেই থাকবেন নবদম্পতি (vicky katrina latest updates)৷ বিয়ের পর তাঁরা চৌথ মাতার মন্দিরে পুজো দিতে যাবেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:Vicky Katrina wedding: বিয়ের আগেই ভিকি-ক্যাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের রাজস্থানে, কেন

ABOUT THE AUTHOR

...view details