মুম্বই, 14 ফেব্রুয়ারি :বিয়ের পর প্রথম ভ্য়ালেন্টাইন্স ডে একসঙ্গে কাটবে না বলিউডের নবদম্পতি ভিকি-ক্যাটরিনার ৷ কারণ, এখন ভাইজান সলমন খানের সঙ্গে নতুন ছবি টাইগার-3 এর শ্য়ুটিং নিয়ে ব্যস্ত থাকবেন অভিনেত্রী, এমনটাই ছিল সময়সূচি ৷ তবে না, সেই অনুমান মিথ্যা প্রমাণিত করলেন এই নবদম্পতি ৷ রবিবার মধ্য়রাতেই তাঁদের একসঙ্গে হাত হাতে রেখে ঢুকতে দেখা গেল মুম্বই এয়ারপোর্টে (Vicky Katrina in Mumbai Airport )৷
ভিকি কৌশলের পরণে এদিন ছিল কালো জ্য়াকেট এবং ডেনিম জিন্স আর বলিসুন্দরী ক্যাটরিনা কাইফ ছিলেন সম্পূর্ণ ডেনিম রংয়ের পোশাকে ৷ তাঁদের এই নতুন ছবি দেখে রীতিমত উচ্ছ্বসিত নেট নাগরিকরা ৷ কেউ বলছেন, 'আমি তো ওঁদের থেকে চোখই সরাতে পারছি না" ৷ আবার কেউ বলছেন "ওরা দু‘জনেই ভীষণ কিউট ৷ "