পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Christmas celebrations of Vicky Katrina: উষ্ণ আলিঙ্গনে ভিক্যাট, বড়দিন পালনের ছবিতে আপ্লুত নেটপাড়া - Meri Christmas

বিয়ের পর নতুন বাড়িতে বড়দিনের আনন্দে মাতলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (Christmas celebrations of Vicky Katrina)৷ তাঁদের ক্রিসমাস পার্টির (VicKat's Christmas party) ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে ৷

meri-christmas-vicky-katrina-share-warm-hug-unseen-pics-from-their-party-surfaces-online
উষ্ণ আলিঙ্গনে ভিক্যাট, বড়দিন পালনের ছবিতে আপ্লুত নেটপাড়া

By

Published : Dec 26, 2021, 2:24 PM IST

নয়াদিল্লি, 26 ডিসেম্বর:সদ্য হয়েছে শুভপরিণয় ৷ বিয়ের পর এই প্রথম কোনও উৎসব ৷ স্বাভাবিক ভাবেই বড়দিনের আনন্দ লুটেপুটে উপভোগ করলেন বলিউডের তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (Christmas celebrations of Vicky Katrina)৷ নতুন বাড়িতে পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে বড়দিন পালন করলেন নবদম্পতি ৷ তাঁদের সেলিব্রেশনের ছবি মন জয় করেছে ভক্তদের ৷ তবে সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে সদ্যবিবাহিত জুটির উষ্ণ আলিঙ্গনের ছবি ৷

ইনস্টাগ্রামে মিষ্টি সেই ছবি পোস্ট করেছেন ভিকি কৌশল (VicKat's Christmas party)৷ সেখানে দেখা যাচ্ছে, একটি ক্রিসমাস ট্রি-এর পাশে দাঁড়িয়ে নবদম্পতি ৷ বেটারহাফকে জড়িয়ে ধরে দু'জনের মুখেই তৃপ্তির হাসি ৷ ছবির ক্যাপশনটিও নজরকাড়া ৷ "মেরি ক্রিসমাস ৷" তবে তার বানানটা একটু আলাদা ৷ "Meri Christmas! অর্থাৎ আমার বড়দিন ৷ এ বারের বড়দিনটা যে তাঁর কাছে একেবারেই আলাদা সেটাই যেন বোঝাতে চেয়েছেন উধম সিং স্টার ৷ ক্যাপশনে তিনি দিয়েছেন একটি লাল হৃদয়ের ইমোজিও ৷ ভিকির এই পোস্টকে বড়দিনের ট্রিট হিসেবে নিয়েছেন ভক্তরা ৷ লাল হৃদয়ের ইমোজি ও রাশি রাশি ভালোবাসায় মোড়া প্রতিক্রিয়ায় বানভাসি কমেন্ট বক্স ৷

ছবি ভাইরাল

আরও পড়ুন:Bridal Mehndi of Katrina Kaif : ক্যাটরিনার বিয়ের মেহন্দিতে ভিকির নাম খুঁজে পেলেন ভক্তরা

ভিকি ও ক্যাটরিনার ক্রিসমাস পার্টিতে (vicky kaushal katrina kaif christmas parrty) ছিলেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধু তথা পরিচালক কবীর খান-সহ আরও অনেকে ৷ সেই ছবিও (Vicky Katrina christmas party pictures) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

আনন্দে মাতলেন ভিক্যাট
বড়দিনের পার্টি
ভিক্যাটের বাড়িতে ক্রিসমাস পার্টি

দিনকয়েক আগেই রাজস্থানের সোয়াই মাধোপুরে রূপকথায় বিয়েতে সাত পাকে বাঁধা পড়েন ভিক্যাট (Vicky Kaushal Katrina Kaif latest news)৷ এরপর মালদ্বীপে মধুচন্দ্রিমা কাটিয়ে সবে গত সপ্তাহেই তাঁরা মুম্বই ফিরেছেন ৷ চলতি সপ্তাহে তাঁরা গৃহপ্রবেশের আচার অনুষ্ঠান পালনের পর তাঁদের নতুন বাড়িতে (Vicky Kaushal Katrina Kaif new home) থাকা শুরু করেছেন ৷ সেখানেই বড়দিনে বন্ধুবান্ধবদের নিয়ে আনন্দে মাতলেন ভিকি ও ক্যাটরিনা ৷

আরও পড়ুন: Vicky Katrina Lands in Mumbai : মুম্বইয়ে ফিরলেন ভিক্যাট, নজর কাড়লেন নবদম্পতি

কর্মক্ষেত্রে মেঘনা গুলজারের স্যাম বাহাদুর ফিল্মের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভিকি ৷ ফিল্ড মার্শাল স্যাম মানেকশয়ের জীবন নিয়ে তৈরি হচ্ছে এই ছবি ৷ বিয়ের পরপরই সেটে ফিরে গিয়েছেন ক্যাটরিনাও ৷ বিজয় সেতুপথি পরিচালিত মেরি ক্রিসমাস ফিল্মের শুটিং চলছে তাঁর ৷ এ ছাড়াও সলমন খানের টাইগার জিন্দা হ্যায় 3 ও ফারহান আখতারের জি লে জরাতেও অভিনয় করছেন ক্যাট ৷

ABOUT THE AUTHOR

...view details