কলকাতা : এখন অনেকটাই ভালো আছেন সংগীত শিল্পী নির্মলা মিশ্র । আজ সকাল 11টার দিকে নার্সিংহোম থেকে ছুটি দেওয়া হয় তাঁকে । 18 জুলাই থেকে দক্ষিণ কলকাতার এই নার্সিংহোমেই চিকিৎসাধীন ছিলেন তিনি ।
18 জুলাই দুপুরে স্ট্রোক হয় 79 বছর বয়সি এই সংগীতশিল্পীর । তাঁর যে স্ট্রোক হয়েছিল তা বুঝতেই পারেননি পরিবারের সদস্যরা । ওই অবস্থাতেই তাঁকে খাওয়ানো হচ্ছিল । তখনই খাবার আটকে যায় শ্বাসনালীতে । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নার্সিংহোমে ভরতি করা হয় । তাঁর যে স্ট্রোক হয়েছে তা একাধিক পরীক্ষার পর জানতে পারেন চিকিৎসকরা । পাশাপাশি নিউমোনিয়াতেও ভুগছেন তিনি । অক্সিজেন সাপোর্টে রাখা হয় তাঁকে । তাঁর ইউরিনেও সংক্রমণ দেখা দিয়েছিল । এদিকে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কোনও ঝুঁকি নিতে চাইছিলেন না চিকিৎসকরা । নার্সিংহোমে তাঁর কোরোনা পরীক্ষাও করা হয় । রিপোর্ট নেগেটিভ আসে ।