ভুবনেশ্বর : এই বছর একের পর এক মৃত্যু সংবাদে যেন জর্জরিত বিশ্ববাসী । একটা শক কাটাতে না কাটাতেই আবার কারও মৃত্যুর খবর, ছেড়ে যাওয়ার ঘটনা । ঠিক তেমনই একটা খবর এল আজ । মারা গেলেন বিখ্যাত ওড়িয়া অভিনেতা বিজয় মোহান্তি ।
হার্টের অসুখের কারণেই এই মৃত্যু বলে জানানো হয়েছে ডাক্তারদের তরফ থেকে । মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল 70 বছর ।
ওড়িশার ফিল্ম ইন্ডাস্ট্রির এক জ্বলজ্বলে মুখ ছিলেন বিজয় মোহান্তি । 1977 সালে 'নাগপাশা' ছবির মাধ্যমে শুরু তাঁর ফিল্মি ক্যারিয়ার । একশোরও বেশি সিনেমায় অভিনয় করেছেন বিজয় । দিয়েছেন একের পর এক হিট ছবি...যেমন 'চিলিকা তিরে', 'জাগা হাতারে পাগা', 'স্বপ্ন স্বর্গ' ।
স্কুল লাইফ থেকেই অভিনয়ে হাতেখড়ি বিজয় মোহান্তির । M.K.C হাই স্কুলে পড়াকালীন অভিনয় শুরু করেন তিনি । এরপর গ্র্যাজুয়েশন শেষ করেই ন্যাশনাল স্কুল অফ ড্রামা-তে অভিনয় শিখতে শুরু করেন মোহান্তি । ব্যাস, এভাবেই শুরু হয় অভিনেতা বিজয়ের জয়যাত্রা ।