পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

actor Mihir Das passes away: প্রয়াত অভিনেতা মিহির দাস, শোকাহত মোদি

কটকের হাসপাতালে প্রয়াত হলেন প্রখ্যাত ওড়িয়া অভিনেতা মিহির দাস (Odia actor Mihir Das passes away)৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Mihir Das death)৷

veteran-Odia actor-mihir-das-passes-away-pm-modi condoles-demise
প্রয়াত অভিনেতা মিহির দাস, শোকাহত মোদি

By

Published : Jan 12, 2022, 9:03 AM IST

Updated : Jan 12, 2022, 11:06 AM IST

ভুবনেশ্বর, 12 জানুয়ারি :ওড়িশার প্রবীণ অভিনেতা মিহির দাসের প্রয়াণে (Odia actor Mihir Das passes away) শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Mihir Das death)৷ প্রয়াত অভিনেতার মন ছুঁয়ে যাওয়া পারফরম্যান্সেরও ভূয়সী প্রশংসা করেন তিনি ৷ মঙ্গলবার কটকে মিহির দাসের জীবনাবসান হয় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 63 বছর ৷ তাঁর স্ত্রী তথা গায়িকা-অভিনেত্রী সঙ্গীতা দাস 2010 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷

টুইটারে প্রয়াত অভিনেতার (Actor Mihir Das death) পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, "প্রখ্যাত ওড়িয়া অভিনেতা শ্রী মিহির দাসজির প্রয়াণে শোকাহত ৷ তাঁর দীর্ঘ ফিল্মি কেরিয়ারে তাঁর সৃজনশীল পারফরম্যান্সের দ্বারা তিনি বহু হৃদয় জিতে নিয়েছেন ৷ তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা ৷ ওম শান্তি ৷"

দীর্ঘদিন ধরে কিডনির রোগে ভুগছিলেন মিহির দাস ৷ গত বছর 9 ডিসেম্বর বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি ৷ তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় ৷ তবে শেষরক্ষা হল না ৷ ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও (Naveen Patnaik Mihir Das death) অভিনেতার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ৷ তিনি ঘোষণা করেছেন যে, বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মিহির দাসের শেষকৃত্য সম্পন্ন হবে ৷

মোদির টুইট

আরও পড়ুন:Lata Mangeshkar stable: ভাল আছেন লতা মঙ্গেশকর, তবু এখনই ছাড়বে না হাসপাতাল

1959 সালে 11 ফেব্রুয়ারি ময়ূরভঞ্জ জেলায় জন্ম হয় মিহির দাসের ৷ আর্ট ফিল্ম স্কুল মাস্টার দিয়ে তাঁর ফিল্মি জীবনে অভিষেক ঘটে ৷ তাঁর প্রথম বাণিজ্যিক ছবি মথুরা বিজয়, 1979 সালে ৷ 1998 সালে লক্ষ্মী প্রতিমা ও 2005 সালে ফেরিয়া মো সুনা ভাউনি ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তিনি রাজ্যের সেরা অভিনেতার পুরস্কার পান ৷

একাধিক বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন ওড়িয়া এই অভিনেতা ৷ রচনা বন্দ্যোপাধ্যায় ও সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে বিদ্রোহিনী নারী ছবিতে অভিনয় করেছেন ৷ ভালবাসার প্রতিদান সিনেমাতেও রচনা ও সিদ্ধান্তের সঙ্গে ছিলেন মিহির দাস ৷ 2004 সালে জিৎ ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের মস্তান সিনেমায় তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের ৷

রাজনীতিতেও সক্রিয় ছিলেন মিহির দাস ৷ 2014 সালে তিনি শাসক বিজু জনতা দলে যোগ দেন ৷ তবে পরে সেই দল ছেড়ে তিনি 2019 সালে যোগ দিয়েছিলেন বিজেপিতে ৷ ওড়িশার রাজ্যপাল গণেশ লাল, অন্ধ্রের রাজ্যপাল বিবি হরিচরণ, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ওপিসিসি-র সভাপতি নিরঞ্জন পট্টনায়েক, বিজেপির রাজ্য সভাপতি সমীর মোহান্তি ও অন্যান্য ভক্তরা প্রখ্যাত অভিনেতার প্রয়াণে মর্মাহত ৷

আরও পড়ুন:Mahesh Babu's Tribute For Brother: নিভৃতে থেকেই দাদাকে শেষ শ্রদ্ধা করোনা আক্রান্ত মহেশ বাবুর

Last Updated : Jan 12, 2022, 11:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details