ভুবনেশ্বর, 12 জানুয়ারি :ওড়িশার প্রবীণ অভিনেতা মিহির দাসের প্রয়াণে (Odia actor Mihir Das passes away) শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Mihir Das death)৷ প্রয়াত অভিনেতার মন ছুঁয়ে যাওয়া পারফরম্যান্সেরও ভূয়সী প্রশংসা করেন তিনি ৷ মঙ্গলবার কটকে মিহির দাসের জীবনাবসান হয় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 63 বছর ৷ তাঁর স্ত্রী তথা গায়িকা-অভিনেত্রী সঙ্গীতা দাস 2010 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷
টুইটারে প্রয়াত অভিনেতার (Actor Mihir Das death) পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, "প্রখ্যাত ওড়িয়া অভিনেতা শ্রী মিহির দাসজির প্রয়াণে শোকাহত ৷ তাঁর দীর্ঘ ফিল্মি কেরিয়ারে তাঁর সৃজনশীল পারফরম্যান্সের দ্বারা তিনি বহু হৃদয় জিতে নিয়েছেন ৷ তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা ৷ ওম শান্তি ৷"
দীর্ঘদিন ধরে কিডনির রোগে ভুগছিলেন মিহির দাস ৷ গত বছর 9 ডিসেম্বর বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি ৷ তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় ৷ তবে শেষরক্ষা হল না ৷ ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও (Naveen Patnaik Mihir Das death) অভিনেতার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ৷ তিনি ঘোষণা করেছেন যে, বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মিহির দাসের শেষকৃত্য সম্পন্ন হবে ৷
আরও পড়ুন:Lata Mangeshkar stable: ভাল আছেন লতা মঙ্গেশকর, তবু এখনই ছাড়বে না হাসপাতাল