পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রয়াত কন্নড় অভিনেতা সোমান্না - Somanna passes away

প্রয়াত কন্নড় অভিনেতা এইচ জি সোমাশেকারা রাও । সোমান্না নামেই বহুল পরিচিত ছিলেন ।

asd
asd

By

Published : Nov 4, 2020, 6:04 PM IST

Updated : Nov 5, 2020, 9:58 AM IST

বেঙ্গালুরু : প্রয়াত কন্নড় অভিনেতা এইচ জি সোমাশেকারা রাও । বয়স হয়েছিল 86 বছর । বড় পরদার পাশাপাশি মঞ্চেও অভিনয় করেছেন তিনি । সোমান্না নামেই বহুল পরিচিত ছিলেন । গতকাল একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

সোমান্নার বাবা হরিহর গুন্ডু রাও ছিলেন স্বাধীনতা সংগ্রামী । চিত্রদুর্গ জেলায় ছিল তাঁদের আদি বাড়ি ।

এক সপ্তাহেই প্রয়াত হন তাঁর ছোটো ভাই ও অভিনেতা দত্তান্না । আর এক মাস আগে প্রয়াত হন তাঁর ছোটো বোন । পরিবার সূত্রে জানা গিয়েছে, ভাই ও বোন একে একে সবাইকে হারিয়ে খুবই ভেঙে পড়েছিলেন সোমান্না । এরপর প্রাথমিক চেকআপের জন্য তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি । তখন থেকে সেই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন । অবশেষে গতকাল শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

ক্যারিয়ারে একাধিক ছবিতে অভিনয় করেছেন সোমান্না । তার মধ্যে কন্নড় সিনেমা 'অ্যাক্সিডেন্ট', 'মিথিলেয়া সেতেয়ারু', 'মিনচিনা ওটা', 'সাবিত্রী', 'হারাকেয়া কুরি' অন্যতম ।

'সাবিত্রী' ছবির মাধ্যমেই কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সোমান্না । সেখানে বিখ্যাত অভিনেতা অনিল ঠাকারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাঁকে । এই ছবিতে তাঁর অভিনয় যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল ।

2015 সালে তাঁর ছবি 'লাস্ট পেজ'-এ একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের চরিত্রে অভিনয় করেছিলেন সোমান্না । নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে স্ক্রিনে চরিত্রটিকে জীবন্ত করে তুলেছিলেন তিন । আর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছিল এই ছবিটি ।

তবে শুধুমাত্র গম্ভীর চরিত্রেই নয়, হাস্য কৌতুক হিসেবেও বেশ খ্যাতি কুড়িয়ে নিয়েছিলেন সোমান্না । অভিনয়ের পাশাপাশি ব্যাঙ্কে চাকরিও করতেন তিনি । তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি ।

Last Updated : Nov 5, 2020, 9:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details