পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Amol Palekar Hospitalize : হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা অমল পালেকর - হাসপাতালে ভর্তি করা হল বর্ষীয়ান অভিনেতা অমল পালেকরকে

শারীরিক অসুস্থতার জেরে বুধবার রাতে হাসপাতালে ভর্তি করা হল বর্ষীয়ান অভিনেতা অমল পালেকরকে (Amol Palekar was admitted to the hospital last night for treatment)৷ চিকিৎসকদের তত্তাবধানে আপাতত অনেকটাই সুস্থ রয়েছেন তিনি ৷

Amol Palekar Hospitalised
হাসপাতালে ভর্তি করা হল বর্ষীয়ান অভিনেতা অমল পালেকরকে

By

Published : Feb 10, 2022, 10:19 AM IST

পুনে, 10 ফেব্রুয়ারি : শারীরিক অসুস্থতার জেরে পুনের দীননাথ হাসপাতালে ভর্তি করা হল মারাঠি এবং হিন্দি সিনেমার বর্ষীয়ান অভিনেতা অমল পালেকরকে (Amol Palekar was admitted to the hospital last night for treatment) ৷ তাঁর স্ত্রী সন্ধ্যা গোখলে জানিয়েছেন আপাতত অনেকটাই সুস্থ বলিউডের 'কমন ম্যান' ৷ ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর ৷ সত্তর তথা আশির দশকে 'রজনীগন্ধা', 'ছোট সি বাত', 'নরম গরম', 'গোলমাল', 'ভূমিকা', 'শ্রীমান শ্রীমতি', 'আনকাহি', 'রঙ বেরঙ্গি'-এর মত ছবিগুলিতে তাঁর অভিনয় মন কেড়ে নিয়েছিল দর্শকদের ৷

অভিনেতার স্ত্রী জানিয়েছেন, শারীরিক অসুস্থতার জেরে বুধবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়, আপাতত তাঁর চিকিৎসা চলছে তবে এখন অনেকটাই সুস্থ তিনি ৷ শুধু যে অভিনেতা হিসাবেই অমল পালেকরের খ্যাতি তা নয়, পরিচালনার ক্ষেত্রেও তাঁর অসামান্য দখল রয়েছে ৷ 2001 সালে মারাঠি ভাষায় তৈরি তাঁর ছবি 'ধ্য়াস পর্ব' জিতে নিয়েছিল জাতীয় পুরস্কার ৷ তাঁর পরিচালিত 'কোয়েস্ট' ছবিটিও জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছে ৷

আরও পড়ুন : ক্যানসার রোগীর জীবনের টানাপোড়েনের গল্প শোনাবে বিফোর ইউ ডাই

বিদগ্ধ এই অভিনেতা 1986 সালে অভিনয় থেকে সরে দাঁড়ান এবং পরিচালনার ক্ষেত্রে মন দেন ৷ বিভিন্ন ভাষায় প্রায় 25 টি ছবি পরিচালনা করেছেন অমল পালেকর ৷ তিনি জানিয়েছিলেন, তেমন কোনও চরিত্র যদি তিনি পান যা তাঁর কাছে সত্যিই চ্যালেঞ্জিং মনে হবে তাহলে ফের একবার রূপোলি পর্দায় ফিরে আসবেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details