পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ট্র‍্যাকিওস্টমি সফল, আজ প্লাজ়মাফেরেসিস হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের

সফলভাবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ট্র‍্যাকিওস্টমি করলেন চিকিৎসকরা । এবার তাঁর প্লাজ়মাফেরেসিস করানো হবে বলে জানা গিয়েছে । চিকিৎসকরা আশা করছেন, প্লাজ়মাফেরেসিস করানো হলে বর্ষীয়ান এই অভিনেতার জ্ঞান ফিরবে, আগের মতো স্বাভাবিক হয়ে উঠবেন তিনি ।

Soumitra Chatterjee health update
Soumitra Chatterjee health update

By

Published : Nov 12, 2020, 7:19 AM IST

Updated : Nov 12, 2020, 7:56 AM IST

কলকাতা : সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনযুদ্ধ বহমান । এখনও দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছেন কিংবদন্তী । আর তাঁর এই লড়াইয়ে কাঁধ দিয়েছেন ডাক্তাররা । দিনরাত পরিশ্রম করে তাঁরা একটু একটু করে সুস্থ করে তুলছেন অভিনেতাকে । সফলভাবে সৌমিত্রর ট্র‍্যাকিওস্টমি করলেন চিকিৎসকরা ।


চিকিৎসক অরিন্দম করের অধীনে মিন্টোপার্কের কাছে অবস্থিত এক বেসরকারি হাসপাতালে গত 6 অক্টোবর থেকে ভরতি 85 বছরের সৌমিত্র । অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে বুধবার রাতে অরিন্দমবাবু বলেন, "আজ সৌমিত্রবাবুর ট্র‍্যাকিওস্টমি করা হয়েছে । সার্জিকাল বিভিন্ন চ্যালেঞ্জ, রক্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা সত্ত্বেও সফলভাবে হয়েছে এই ট্র‍্যাকিওস্টমি । উদ্বেগের কোনও কারণ নেই ।"

আরও পড়ুন : সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্লাজ়মাফেরেসিস করা হবে, জানালেন চিকিৎসকরা

তিনি বলেন, "সৌমিত্রবাবুর চিকিৎসার বিষয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ প্লাজ়মাফেরেসিস । যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বৃহস্পতিবার থেকে প্লাজ়মাফেরেসিস করানো হবে । আশা করা হচ্ছে, এই থেরাপি করানো হলে সৌমিত্রবাবুর জ্ঞান ফিরে আসবে ।"

চিকিৎসক অরিন্দম কর বুধবার রাতে জানিয়েছেন, সৌমিত্রবাবুর শরীরের অন্য বিভিন্ন প্যারামিটার স্থিতিশীল রয়েছে । তাঁর জ্বর নেই । রক্তচাপও রয়েছে নিয়ন্ত্রণে ।

Last Updated : Nov 12, 2020, 7:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details