পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Varun Janhvi New Film : এবার বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধছেন শ্রীদেবী কন্যা - Varun Dhawan Janhvi Kapoor First Film Bawaal

এবার পর্দায় বরুণ জাহ্নবীর প্রথম ছবি 'বাওয়াল' (Varun Dhawan Janhvi Kapoor First Film Bawaal) ৷ আগামি বছর 7 এপ্রিল পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটিরও ৷

Varun Janhvi New Film
এবার বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধছেন শ্রীদেবী কন্যা

By

Published : Mar 30, 2022, 6:55 PM IST

মুম্বই, 30 মার্চ : এবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন অভিনেতা বরুণ ধাওয়ান এবং অভিনেত্রী জাহ্নবী কাপুর ৷ এই প্রথমবার একে অপরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন এই দুই বলি তারকা ৷ তাও আবার সাজিদ নাদিয়াওয়ালা এবং নীতেশ তিওয়ারির হাত ধরে ৷ ছবির নাম 'বাওয়াল' (Varun Dhawan Janhvi Kapoor First Film Bawaal) ৷

খবর অনুযায়ী খুব তাড়াতাড়ি ছবির শ্যুটিংয়ের কাজ শুরু হতে চলেছে ৷ সুন্দর একটি প্রেমের গল্প হতে চলেছে এই ছবির উপজীব্য ৷ আগামি বছর 7 এপ্রিল পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটিরও ৷

বুধবার নিজের ইনস্টাগ্রাম থেকে এই খবর সকলকে জানিয়েছেন জাহ্নবী এবং বরুণ দুজনেই ৷ ছবির একটি পোস্টার শেয়ার করে বরুণ লেখেন, "দুই অসামান্য মানুষ সাজিদ নাদিয়াওয়ালা এবং নীতেশ তিওয়ারির সঙ্গে নিজের আগামী কাজের কথা জানাতে পেরে ভীষণ উত্তেজিত এবং কৃতজ্ঞ ৷ সঙ্গে রয়েছে জাহ্নবী কাপুর ৷ 7 এপ্রিল 2023, আপনাদের হলে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না ৷ "

আরও পডু়ন : 'মাই সিনেমা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এর বিজয়ীদের তালিকা

অন্যদিকে জাহ্নবী লেখেন, "আমার আগামী কাজের জন্য সাজিদ নাদিয়াওয়ালা এবং নীতেশ তিওয়ারির মত সেরা দুজনের সঙ্গে হাত মেলাতে পেরে এবং বিপরীতে বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয়ের কথা ঘোষণা করতে পেরে আমি খুব খুশি এবং কৃতজ্ঞ ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details