কলকাতা : বাঙালির আবেগের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছেন উত্তমকুমার । অরুণ কুমার থেকে মহানায়ক উত্তমকুমার হয়ে ওঠার ইতিহাস অনেকেই জানেন । কিন্তু, অফস্ক্রিনে কেমন ছিলেন মানুষটা ? তা নিয়ে দর্শকদের মনে কৌতুহলের শেষ নেই । আর তাঁর জীবনের সেই সব ছোটো ছোটো গল্প স্ক্রিনে তুলে ধরেছেন পরিচালক প্রবীর রায় । মহানায়কের জীবনীকে কেন্দ্র করে তৈরি করেছেন একটি ডকু ফিচার । নাম 'যেতে নাহি দিব' ।
ছবিতে উত্তমকুমারের চরিত্রে অভিনয় করেছেন সুজন নীল মুখার্জি । এছাড়াও, মহানায়কের বিপরীতে অভিনয় করা একাধিক অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শকুন্তলা বড়ুয়া, স্বস্তিকা দত্ত ও মল্লিকা সিনহা রায়কে । সম্প্রতি ETV ভারত সিতারার মুখোমুখি হয়েছিলেন সুজন নীল । ছবিটি করতে গিয়ে তাঁর যে অভিজ্ঞতা হয়েছে তা আমাদের সঙ্গে শেয়ার করে নেন তিনি ।