পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Usha Uthup remembers Bappi Lahiri : গয়না পরতেন তো কী ! তিনি চেয়েছিলেন রকস্টার হতে, হয়েওছেন: ঊষা উত্থুপ - বাপ্পি লাহিড়ীকে স্মরণ ঊষা উত্থুপের

সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকবিহ্বল সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ (Usha Uthup remembers Bappi Lahiri) ৷ বাপ্পিদার সঙ্গে তাঁর জীবনের নানা স্মৃতি ভাগ করে নিলেন ইটিভি ভারতের সঙ্গে (Usha Uthup on Bappi Lahiri) ৷

usha-uthup-remembers-bappi-lahiri-sandhya-mukhopadhyay
গয়না পরতেন তো কী ! তিনি চেয়েছিলেন রকস্টার হতে, হয়েওছেন: ঊষা উত্থুপ

By

Published : Feb 16, 2022, 2:34 PM IST

Updated : Feb 16, 2022, 3:54 PM IST

ঊষা উত্থুপ, সঙ্গীত শিল্পী

এটা আমার জন্য একটা সাংঘাতিক খবর ৷ কী বলব ভাবতে পারছি না ৷ কখনও ভাবিনি বাপ্পিদা এ ভাবে চলে যাবেন ৷ কাল সন্ধ্যাদিও চলে গেলেন ৷ তাঁরা আমাদের ইন্ডাস্ট্রির দু'জন বিরাট ব্যক্তিত্ব ৷ বাপ্পিদা (Usha Uthup remembers Bappi Lahiri) আর আমি অনেক হিট গান করেছি ৷ তিনি সবসময় বলতেন, আমাদের জোড়ি হল নাম্বার ওয়ান জোড়ি ৷ হরি ওম হরি, রাম্বা হো, কোই ইয়াহা আহা নাচে নাচে, নাকাবন্দি, উড়ি বাবা - কত গান ৷ সব গান হিট ৷ এমন কোনও গান হয়নি যে হিট করেনি ৷

এমনটা নয় যে তিনি শুধু ডিস্কো মিউজিক করেছেন ৷ এটা ঠিক নয় ৷ কত মেলোডির গান করেছেন বাপ্পিদা (Usha Uthup on Bappi Lahiri)৷ কিন্তু মানুষ কেন যে বলে, ওটা মেলোডি এবং এটা বিট ৷ দু'টো গানের মধ্যে পার্থক্য কোথায় ! গান তো গানই ৷ যেটা মানুষ ভালোবাসে ৷ তাই এতে দোষের কিছু নেই ৷ তিনি একজন ট্রেন্ডসেটার ৷ তিনি যে ডিস্কো বেস ব্যবহার করেছেন, কঙ্গোর ব্যবহার করেছেন, তা এককথায় অনবদ্য ৷

গয়না পরতেন তো কী ! তিনি চেয়েছিলেন রকস্টার হতে, হয়েওছেন: ঊষা উত্থুপ

আরও পড়ুন:Ajoy Chakrabarty on Sandhya Mukherjee-Bappi Lahiri : 'তাঁরা যেন সঙ্গীতলোকেই থাকেন, তাঁদের বিসর্জন হোক মনোগঙ্গায়'

কত স্মৃতি রয়েছে বাপ্পিদাকে ঘিরে ৷ তিনি সবসময় আমায় বলতেন, "আপনি আপনার মতো করে গান ৷ শুধু গানটা হিট করে দিন ৷" তিনি শুধু চাইতেন হিট গান ৷ তিনি গায়ক গায়িকাদের নিজেদের মতো করে গাইতে দিতেন ৷ আমার স্টাইল বাপ্পিদা খুব পছন্দ করতেন ৷ তিনি খুবই ফ্যামিলিয়ার মনে করতেন সবাইকে ৷ খুব সাধারণ একটা মানুষ ছিলেন ৷ অনেকে তাঁকে নিয়ে, তাঁর সোনার গয়না পরা নিয়ে মজা করত ৷ তবে আমার কাছে তিনি আইকনিক ৷ এটা তাঁর স্টাইল ৷ তিনি রকস্টার হতে চেয়েছিলেন, রকস্টার হয়েছেন ৷ তাতে অন্যের সমস্যাটা কোথায় ৷ তিনি একজন ফ্যামিলি পার্সন ৷ আমায় বলতেন, "আমি একটা রিহার্সাল রুম করেছি ৷ সেখানে এসো ৷"

আরও পড়ুন:Bappi Lahiri A Memorable Journey : ফিরে দেখা ডিস্কো কিং বাপ্পিদার বর্ণময় সঙ্গীত যাত্রা

বাপ্পিদা খেতে খুব ভালোবাসতেন ৷ রেকর্ডিং-এর সময় তিনি বলতেন, চলো একসঙ্গে খাওয়া দাওয়া করব ৷ ক্যান্টিনে গিয়ে বিরাট টিফিন বক্স খুলতেন ৷ তাঁর স্ত্রী বাড়ির তৈরি করা খাবার পাঠিয়ে দিতেন ৷ মাছ খেতে খুব ভালোবাসতেন বাপ্পিদা ৷ তাঁর স্ত্রীর রান্না খুব ভালো ৷ দাদা আমাকে বসিয়ে আমাকেও খাইয়েছেন ৷ এই স্মৃতিগুলি আজ খুব মনে পড়ছে ৷ তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন ৷ আজ মন খুবই ভারাক্রান্ত (usha uthup remembers bappi lahiri sandhya mukhopadhyay)৷

আরও পড়ুন:Bappi Lahiri Passes Away : প্রয়াত ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী

Last Updated : Feb 16, 2022, 3:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details