পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Biography of Usha Uthup: প্রকাশিত হল ঊষা উত্থুপের জীবনী 'দ্য কুইন অফ ইন্ডিয়ান পপ' - ঊষা উত্থুপের বায়োগ্রাফি

গায়িকা ঊষা উত্থুপের জীবনী এবার মলাটবন্দি । লেখক বিকাশ কুমার ঝাঁ লিখলেন 'দ্য কুইন অফ ইন্ডিয়ান পপ' (Vikas Kumar Jha writes The Queen of Indian Pop)। প্রকাশিত হল কলকাতার অক্সফোর্ড বুক স্টোরে ৷

Usha Uthup's biography 'The Queen of Indian Pop'
প্রকাশিত হল ঊষা উত্থুপের বায়োগ্রাফি 'দ্য কুইন অফ ইন্ডিয়ান পপ'

By

Published : Mar 4, 2022, 10:01 AM IST

Updated : Mar 4, 2022, 10:33 AM IST

কলকাতা, 4 মার্চ : বর্ণময় জীবন তাঁর । ছেলেবেলা কেটেছিল মুম্বইতে । এরপর সময়ের সঙ্গে সঙ্গে চেন্নাইয়ের ঝাঁ চকচকে নাইট ক্লাবে জ্যাজ ব্যান্ডের সঙ্গে গান গেয়ে কেরিয়ার শুরু হয় ঊষা উত্থুপের । বাকিটা ইতিহাস । তাঁর পপ সঙ্গীত এ দেশকে সমৃদ্ধ করেছেন সে কথা অজানা নয় কারওরই । এবার গায়িকার জীবনের জানা অজানা কাহিনিই মলাটবন্দি করলেন লেখক বিকাশ কুমার ঝা (Vikas Kumar Jha writes The Queen of Indian Pop)৷ বইটির নাম 'দ্য কুইন অফ ইন্ডিয়ান পপ' । প্রকাশিত হল কলকাতার অক্সফোর্ড বুকস্টোরে ৷

ঊষার 'রাম্বা হো', 'ডার্লিং', 'কলকাতা কলকাতা', 'হরি ওম হরি', 'জিতে হ্যায় শান সে' এহেন গানে কোমর দোলাননি এমন ভারতীয়ের সংখ্যা বিরল । তাঁর ছেলেবেলা, সঙ্গীত জীবন-সহ জীবনের নানা বর্ণময় দিক উঠে এসেছেন লেখকের লেখনীতে । অক্সফোর্ড বুকস্টোরে বই প্রকাশের দিনে হাজির ছিলেন ঊষা উত্থুপ স্বয়ং । নিজের জীননের নানাদিক নিয়ে এদিন স্মৃতির সারণীতে হাঁটেন তিনিও ।

গায়িকা বলেন, “আমি 50 বছরেরও বেশি সময় ধরে মর্যাদাপূর্ণ অক্সফোর্ড বুকস্টোরের সঙ্গে যুক্ত আছি । এই চমৎকার বইটি শুধু কলকাতা নয়, ভারতেও প্রকাশিত হল । অক্সফোর্ড বুকস্টোরে একটা জাদু আছে । একে ঘিরে আমার অনেক স্মৃতি । আমি যখন ট্রিনকাসে গান গাইতে শুরু করি তখন থেকে অক্সফোর্ড বুকস্টোরে আসতাম । আসলে, 'দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে' বইটি অক্সফোর্ড থেকে আমার প্রথম বই ছিল । সুতরাং অক্সফোর্ড বুকস্টোর কতটা আমার কাছের তা বলা বাহুল্য । আর এবার আমার জীবনী সেই অক্সফোর্ড -এর মঞ্চে প্রকাশিত হল । আমি কতটা আনন্দিত তা বলার অপেক্ষা রাখে না ।"

আরও পড়ুন:পরশপাথরের ছোঁয়াতেও নিজের ভাগ্য ফেরাতে পারেননি শিল্পী

বিকাশ কুমার ঝা-এর লেখা মূল বইটির নাম অবশ্য 'উল্লাস কি নাভ' ৷ লেখক বইটি লিখেছিলেন হিন্দি ভাষায় ৷ তা ইংরেজিতে অনুবাদ করেছেন তাঁর কন্যা সৃষ্টি ঝা । এদিন লেখক বিকাশ ঝা এবং সৃষ্টি ঝা প্রকাশনা সংস্থা পেঙ্গুইনকে ধন্যবাদ জানান। তাঁর পাশে থাকার জন্য তিনি ধন্যবাদ জানান অক্সফোর্ড বুকস্টোর-সহ পার্ক স্ট্রিট এবং কল্লোলিনী কলকাতাকে।

Last Updated : Mar 4, 2022, 10:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details