পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অভিযাত্রিকের পর আর কী কী ছবি আসতে চলেছে শুভ্রজিতের? - Subhrajit Mitra

কিছুদিন আগে খবর পাওয়া গেছিল, পরিচালক শুভ্রজিৎ মিত্র অপু ট্রিলজির শেষ অংশ, অর্থাৎ সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের অপরাজিত উপন্যাসের শেষ কিছু অংশের উপর একটি ছবি তৈরি করতে চলেছেন। ছবির নাম 'অভিযাত্রিক‌'। ৬ বছরের মাতৃহারা কাজল এবং তার বাবা অপুর জীবন নিয়ে এই ছবি। ছবির ব্যাপারে খুঁটিনাটি জানতে ইটিভি ভারতের প্রতিনিধি পৌঁছে যান শুভ্রজিতের বাড়ি। সেখানেই জানা যায় আরও একটি খবর।

শুভ্রজিৎ মিত্র

By

Published : Mar 13, 2019, 11:39 PM IST

কথার ছলে সাক্ষাৎকারের ফাঁকে শুভ্রজিৎ জানান, অভিযাত্রিক ছবির পর তিনি আরও দুটি উপন্যাসকে অবলম্বন করে ছবি তৈরি করবেন। দুটি উপন্যাসের স্রষ্টাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। একটি 'আরণ্যক' এবং অন্যটি 'ইছামতি'। এছাড়াও রবীন্দ্রনাথের লেখা উপন্যাসের উপরও ছবি তৈরি করার ইচ্ছে আছে শুভ্রজিতের।

মূলত সাহিত্য ধর্মী ছবি তৈরি করতে আগ্রহী শুভ্রজিৎ জানান, তিনি প্রকৃতির কাছাকাছি থাকতে চান‌। আউটডোর শুটিং করতে পছন্দ করেন। এছাড়াও তিনিমনে করেন, কোনও সাহিত্যিকের উপন্যাস অবলম্বনে ছবি করতে হলে সেই সাহিত্যিকের সব লেখা পড়ে ফেলতে হয়। তাহলেই একমাত্র সাহিত্যিককে চেনা যায়। আর তাঁকে চেনা গেলেই তাঁর উপন্যাসের অবলম্বনে ছবি বানানো সম্ভব।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details