পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আমি আমার ব্র্যান্ডটাকে ভীষণ ভালোবাসি : প্রসেনজিৎ - রবিবার বাংলা সিনেমা

আগামী 27 ডিসেম্বর মুক্তি পাচ্ছে অতনু ঘোষ পরিচালিত 'রবিবার'। 'ময়ূরাক্ষী'-র পর আবার প্রসেনজিৎ-অতনু জুটি দেখতে মুখিয়ে দর্শক।

Prosenjit Chatterjee in Robibar
Prosenjit Chatterjee in Robibar

By

Published : Dec 19, 2019, 1:34 PM IST

কলকাতা : রবিবার শুনলেই মন ভালো হয়ে যায়। সারা সপ্তাহের কাজের ফাঁকে রবিবার এক ঝলকা ঠান্ডা বাতাসের মতো। কিন্তু অতনু ঘোষের 'রবিবার' খুব একটা সুখের অনুভূতি দেয় না, ডার্ক ব্যাকগ্রাউন্ডে তৈরি ছবির ট্রেলার দেখেই সে কথা পরিষ্কার হয়ে গেছে দর্শকের। এটা আমরা নয়, জানালেন স্বয়ং প্রসেনজিৎই।

এক বহুজাতিক স্বর্ণব্যবসায়ীর উদ্যোগে এদিন আয়োজন করা হয়েছিল এক সমাজসেবামূলক অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ। 'রবিবার'-এর ট্রেলার দেখানো হয়ে এই অনুষ্ঠানে । প্রসেনজিৎ বলেন, "বছরের শেষে এটা খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ । একটা ক্যালেন্ডার লঞ্চ করা হয়েছে ।" এছাড়া এই সংস্থা জড়িত বিভিন্ন চ্যারিটেবল কাজের সঙ্গেও। আর্থিক ভাবে পিছিয়ে পড়া প্রতিভাবান শিশুদের দায়িত্ব নিয়েছে এই সংস্থা। সেই নিয়েও বেশ আশাবাদী প্রসেনজিৎ।

ক্যালেন্ডার লঞ্চ...

নিজের ছবি প্রসঙ্গে অভিনেতা বললেন, "রবিবার কথাটা শুনতে বা ভাবতেও মানুষের ভালো লাগে। সেই রবিবার মুক্তি পাচ্ছে। যদিও এই ছবিটা খুব একটা ভালো লাগার ছবি বা মজার ছবি নয়। তবে এর মধ্যে দুঃখ-কষ্ট নেই। কিন্তু, এক অদ্ভুত সম্পর্কের ছবি, যেটা মুক্তি পাবে 27 ডিসেম্বর।"

নিজের ব্র্যান্ডটাকে ভীষণ ভালোবাসেন প্রসেনজিৎ। এই ব্র্যান্ডকে আরও বড় করতে চান তিনি। বাংলা ছবির সঙ্গে এবার জাতীয় স্তরেও কিছু কাজ করতে চান তিনি, যা অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেবে তাঁকে। দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details