পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Aayna 2021 : তেলাঙ্গানা-বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে বাজিমাত উজ্জ্বল-বাপ্পার - Telangana Bengali Film Festival

হায়দরাবাদের প্রসাদ প্রিভিউ থিয়েটার যেন কলকাতার নন্দন ৷ এখানেই বসেছিল চতুর্থ তেলাঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের (Telangana Bengali Film Festival) আসর ৷ তাতে বাজিমাত করলেন কলকাতার দুই নবাগত পরিচালক উজ্জ্বল-বাপ্পা ৷

Aayna 2021
তেলেঙ্গানা-বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল

By

Published : Dec 4, 2021, 10:43 PM IST

Updated : Dec 5, 2021, 6:33 AM IST

হায়দরাবাদ, 4 ডিসেম্বর : মঞ্চ একটাই, তাতেই মিলে গিয়েছে বাংলা-তেলাঙ্গানার দুই ভিন্ন মেরুর সংস্কৃতি (Aayna bridges Bengal-Telangana Culture) ৷ হায়দরাবাদ বাঙালি সমিতির উদ্যোগে তেলাঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছিল 2017 সালে ৷ গতবছর করোনা সংক্রমণের ফলে ফিল্ম ফেস্টিভ্যাল বন্ধ থাকার পর এবছর আবার স্বমহিমায় কলকাতা থেকে 1500 কিলোমিটার দূরের প্রবাসী বাঙালিরা ৷

প্রত্যেক বছরেই কলকাতা থেকে এই ফিল্ম ফেস্টিভ্যালে আসেন একঝাঁক চলচ্চিত্র তারকা ৷ এবছরে সেই তালিকায় ছিলেন মুনমুন সেন, বিদীপ্তা চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, গৌরব চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, উজ্জ্বল বসু, বাপ্পার মতো টলিউডের অনেক পরিচিত মুখ ৷ বাংলা সিনেমা নির্ভয়া, দুধ-পিঠের গাছ, শহরের উপকথার পাশাপাশি স্ক্রিনিং হয়েছে জনপ্রিয় তেলুগু সিনেমা লাভ স্টোরিরও ৷

আরও পড়ুন :Aayna 2021 : বহুত্ববাদের সংস্কৃতি সংরক্ষণে তৎপর তেলাঙ্গানার সংস্কৃতি দফতর

বিভিন্ন বিভাগে মোট ছ'টি পুরস্কার জিতে নিয়েছে পরিচালক উজ্জ্বল বসুর সিনেমা ‘দুধপিঠের গাছ’ ৷ অন্যদিকে, পপুলার চয়েজ বিভাগে শ্রেষ্ঠ পরিচালকের শিরোপা উঠেছে বাপ্পার মাথায় ৷ প্রথম ছবিতেই বাজিমাত করার পর ইটিভি ভারতের মুখোমুখি হলেন তাঁরা ৷

আরও পড়ুন :Aayna 2021 : টলিউডের টেকনিসিয়ানদের পাশে দাঁড়াবে হায়দরাবাদের বাঙালি ক্লাব

Last Updated : Dec 5, 2021, 6:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details