পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Tweet টুডে : পতাকার রঙে ঢেকে গেল আজকের টুইটার - দেব

স্বাধীনতা দিবস কাটার মুখে। তারিখ বদলে যাবে কয়েক ঘণ্টার মধ্যেই। আজ টুইটারের রঙ ছিল তিরঙ্গা। কারণ সমস্ত সোশাল মিডিয়া ইউজ়ার আজ আমাদের দেশের পতাকাকেই শ্রদ্ধা জানিয়েছেন নিজেদের পোস্টের মাধ্যমে। টলিউডও তার ব্যতিক্রম নয়।

টলিউড

By

Published : Aug 15, 2019, 10:40 PM IST

প্রসেনজিৎ চ্যাটার্জি : মুক্তি শব্দের অর্থ কী? একটি ভিডিয়োর মাধ্যমে জানালেন প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি বললেন যে, মুক্তি মানে আসলে স্বাধীনতা। আর আজই মুক্তি পেয়েছে তাঁর ছবি 'গুমনামী'-র টিজ়ার

মিমি চক্রবর্তী : পতাকা উড়িয়ে দেশকে শ্রদ্ধা জানালেন এই নতুন সাংসদ। খোলা আকাশের নিচে সাদা পোশাকে মিমি জানালেন 'জয় হিন্দ জয় ভারত'

নুসরৎ জাহান : নতুন প্রগতিশীল ধর্মনিরপেক্ষ ভারতের উদ্দেশ্যে এক হওয়ার ডাক দিলেন নুসরৎ। শেয়ার করলেন একটি ভিডিয়ো

সায়ন্তিকা ব্য়ানার্জি : উড়তে থাকা পতাকার সামনে দাঁড়িয়ে ছবি দিলেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। বললেন, "ভারতীয় হিসেবে গর্বিত"

ঋতুপর্ণা সেনগুপ্ত : ঋতুর পোস্টটা একটু অন্যরকম। আজই প্রয়াত অভিনেত্রী বিদ্যা সিনহার উদ্দেশে শ্রদ্ধা জানালেন ঋতুপর্ণা। লিখলেন বর্ষীয়ান এই অভিনেত্রীর মৃত্য়ুতে গভীরভাবে শোকাহত তিনি

দেব : দেবের পোস্টে পারিবারিক ছোঁয়া। তাঁর ভাইয়ের বিয়ে ছিল আজ। নবদম্পতির সঙ্গে ছবি শেয়ার করে তাঁদের শুভেচ্ছা জানালেন অভিনেতা

ABOUT THE AUTHOR

...view details