দেব : 'পাসওয়ার্ড' খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বাংলাদেশে, বাংলাদেশি সিনেপ্রেমীদের জন্য এই সুখবর শেয়ার করলেন দেব।
পাওলি : পাওলির ছবি 'সাঁঝবাতি' মুক্তি পেতে চলেছে 20 ডিসেম্বর। লিলি চক্রবর্তী ও দেবের সঙ্গে সেই ছবিতে অভিনয় করছেন পাওলি। তিনে মিলে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
শ্রাবন্তী : নিজের একটি রয়্যাল ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। ক্যাপশনে লিখেছেন, "রয়্যাল দেখার জন্য লয়্যাল হওয়া প্রয়োজন।"
সোনা মহাপাত্র : 'ইন্ডিয়ান আইডল'-এর বিচারক পদ থেকে সরে দাঁড়িয়েছেন অনু মালিক। এই সিদ্ধান্তে খুবই খুশি গায়িকা। নিজের অনুভূতি শেয়ার করলেন তিনি।
অনুপম খের : ইটালিয়ান-অ্যামেরিকান উবর ড্রাইভারের কাছে ভারতবর্ষ নিয়ে জানতে চাইলেন অনুপম খের। আর সেই চালকের উত্তরে আপ্লুত অনুপম। ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন অনুপম।