পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কেমন হতে চলেছে 'অবশেষের গল্প'? আন্দাজ দিল ট্রেলার - oboshesher golpo

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'শেষের কবিতা' অমিত ও লাবণ্যর বিচ্ছেদে শেষ হয়েছিল। তারপর কী হল তাঁদের? নানা জনের নানা কল্পনা থাকতেই পারে। ঠিক যেমন কল্পনা করেছেন পরিচালক অনঞ্জন মজুমদার। তাঁর পরিচালনায় স্বল্প দৈর্ঘ্যের ছবিতে 25 বছর কেটে গেছে শেষের কবিতা-র পর। এতগুলো বছরে অনেক বদলে গেছে অমিত-লাবণ্যর জীবন। অনঞ্জনের এই কল্পনার নাম 'অবশেষের গল্প'। আজই মুক্তি পেল ট্রেলার।

অবশেষের গল্প

By

Published : May 24, 2019, 7:21 PM IST

কলকাতা : 'অবশেষের গল্প'-র ট্রেলারে দেখা যাচ্ছে কেতকী, লাবণ্য এবং শোভনলালকে। শোভনলাল অর্থাৎ, লাবণ্যর স্বামী আর কেতকী মানে অমিতের স্ত্রী। রয়েছেন তাঁদের সন্তানরা। কেতকী ও অমিতের সন্তান স্পর্শ আর লাবণ্য ও শোভনলালের সন্তান পালক। তবে কোথাও দেখা গেল না অমিতকে।

ট্রেলারের মধ্যেই কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন পরিচালক। উল্লেখ আছে শেষের কবিতার বিখ্যাত দুটি লাইন - 'গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়...'

এখানে লাবণ্যর চরিত্রে অভিনয় করেছেন অঞ্জনা বসু, কেতকীর চরিত্রে বিদীপ্তা চক্রবর্তী এবং শোভনলালের চরিত্রে বাদশা মৈত্র।

দেখুন ট্রেলার :

ABOUT THE AUTHOR

...view details