বাংলা ছবির ভবিষ্যৎ নিয়ে বেশ টালমাটাল চলছিল কয়েক বছর ধরে। হিন্দি আর ইংরেজি ছবির দাপটে সিনেমা হলে বাংলা ছবি দেখার লোক কমে যাচ্ছে, পরিসংখ্যা এমনই ইঙ্গিত দিচ্ছিল। তবে সাম্প্রতিক কালে বদলেছে এই পরিসংখ্যা। সিনেমা হল ভরিয়ে বাংলা ছবি দেখছেন দর্শক। তার মধ্যে অন্যতম সৃজিত মুখার্জি পরিচালিত 'ভিঞ্চি দা।'
১২ এপ্রিল মুক্তি পেয়েছিল SVF প্রযোজিত 'ভিঞ্চি দা'। নন্দনে টানা ২২ দিন হাউজ়ফুল হল এই ছবি। সব মিলিয়ে প্রায় ১০০০ আসন সংখ্যা এই হলে। তাহলে এই ২২ দিনে প্রায় ২২ হাজার মানুষ দেখেছেন এই ছবিটি। স্বাভাবিকভাবেই ছবির এই সাফল্যে উচ্ছ্বসিত সৃজিত। ETV ভারতকে তিনি বললেন, "হাউজ়ফুল হয়েছে এতগুলো দিন। নিঃসন্দেহে খুব আনন্দের খবর। খুব ভালো লাগছে। মানুষ আবার পুরোনো থ্রিলাররূপী সৃজিতকে ফিরে পেয়েছেন। গ্রহণ করেছেন। এর থেকে বেশি আমি আর কী আশা করতে পারি। দর্শকের ভালোবাসাই তো সব। এতে ভালো ছবি তৈরি করার ইচ্ছেটা আরও বেড়ে যায়। দর্শক আমায় অনুরোধ জানিয়েছেন যেন প্রতি বছর আমি একটা করে থ্রিলার ছবি বানাই। এত কম বাজেটে বানানো এই থ্রিলার মুগ্ধ করেছে তাঁদের।"
আরও পড়ুন : ৫০-এ পা 'গুপী গাইন বাঘা বাইন'-এর