পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আমি ব্যবসা বন্ধ করে দিলে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে : তপন নন্দী - বাংলা ধারাবাহিক

বাংলা টেলিভিশন ও সিনেমায় শিল্পী ও টেকনিশিয়ানদের টাকা বকেয়া রাখার সমস্যা দিন দিন বাড়ছে। এর সঙ্গে জড়িয়েছে সাপ্লায়ারদের নামও। এই সমস্যার ব্যাপারে খতিয়ে দেখতে ETV ভারত সিতার পৌঁছে গেছিল নিউ কর্নওয়ালিস এক্সচেঞ্জের মালিক তপন নন্দীর কাছে। কী বললেন তিনি?

তপন নন্দী

By

Published : Jul 4, 2019, 6:12 PM IST

কলকাতা : কর্নওয়ালিস এক্সচেঞ্জের মালিক তপন নন্দী বাংলা ছবি, ধারাবাহিক ও এখন ওয়েব সিরিজ়েও আসবাবপত্র সাপ্লাই করেন। তাঁর মতে বাংলা ইন্ডাস্ট্রিতে যত কাজ হয়, তার ৭০ শতাংশ ক্ষেত্রেই ব্যবহার করা হয় তাঁর কোম্পানির আসবাব। অথচ তাঁরই অনেক টাকা বকেয়া রয়েছে। দিনের পর দিন বিনা পারশ্রমিকেই প্রপস সাপ্লাই করে যাচ্ছেন তপন।

তিনি আমাদের বললেন, "আমরা ইন্ডাস্ট্রির একেবারে শুরু থেকে রয়েছি। মারাত্মক খারাপ অবস্থা দেখেছি আমরা ইন্ডাস্ট্রির। তবে কখনও ছেড়ে যাইনি। তবে আমি যদি আজ ব্যবসা বন্ধ করে দিই, ইন্ডাস্ট্রি পুরো বন্ধ হয়ে যাবে।"

তবুও আশাবাদী তপন নন্দী। তিনি বললেন, "আমরা যদি আমাদের সদিচ্ছা নিয়ে কাজটা করি, তাহলে হয়তো কিছু প্রযোজক টাকা মারবে, তবে বেশিরভাগ টাকাই পাওয়া যাবে। কিন্তু আমাদেরও ধৈর্য্যের একটা সীমা আছে।"

শুনে নিন তপন নন্দীর বক্তব্য...

শুনে নিন তপন নন্দীর বক্তব্য

ABOUT THE AUTHOR

...view details