কলকাতা : কর্নওয়ালিস এক্সচেঞ্জের মালিক তপন নন্দী বাংলা ছবি, ধারাবাহিক ও এখন ওয়েব সিরিজ়েও আসবাবপত্র সাপ্লাই করেন। তাঁর মতে বাংলা ইন্ডাস্ট্রিতে যত কাজ হয়, তার ৭০ শতাংশ ক্ষেত্রেই ব্যবহার করা হয় তাঁর কোম্পানির আসবাব। অথচ তাঁরই অনেক টাকা বকেয়া রয়েছে। দিনের পর দিন বিনা পারশ্রমিকেই প্রপস সাপ্লাই করে যাচ্ছেন তপন।
তিনি আমাদের বললেন, "আমরা ইন্ডাস্ট্রির একেবারে শুরু থেকে রয়েছি। মারাত্মক খারাপ অবস্থা দেখেছি আমরা ইন্ডাস্ট্রির। তবে কখনও ছেড়ে যাইনি। তবে আমি যদি আজ ব্যবসা বন্ধ করে দিই, ইন্ডাস্ট্রি পুরো বন্ধ হয়ে যাবে।"