কলকাতা : জীবনের প্রথম ইনিংস খেলেছেন একজন সাংবাদিক হিসেবে। উত্তর ভারতে জন্ম। বিগত কুড়ি বছর ধরে স্বপ্ন দেখছেন একটি ছবি তৈরি করার। পরিকল্পনা মতো সেই ছবি তৈরির কাজ শুরু করে দিয়েছেন তিনি। যার বিষয় কথা হচ্ছে তিনি ত্রিদিব রমন। জীবনের প্রথম ছবিটি বাংলায় তৈরি করছেন এই ডেবিউট্যান্ট পরিচালক।
ছবিটা আমার মেয়ে ও বাঙলার মেয়েদের সমর্পণ করলাম: ত্রিদিব রমন - Udaan
অবাঙালি হয়ে প্রথম বাংলা ছবি করছেন পরিচালক ত্রিদিব রমন। ভবিষ্যতেও নারীকেন্দ্রিক ছবি করার ইচ্ছা প্রকাশ করলেন তিনি।
ছবির নাম 'উড়ান'। হিন্দিভাষী হয়ে কেন বাংলায় ছবি তৈরি করলেন। উত্তরে ত্রিদিব বলেন, "সিনেমার কোনও ভাষা হয় না। আর সত্যি বলতে কী, এই বাংলা থেকেই জীবন শুরু করেছিলেন রাজ কাপুর, অমিতাভ বচ্চন এর মত দিকপালরা।" ছবিটি নারী শক্তির উপর ভিত্তি করে। মুখ্য চরিত্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ত্রিদিব নারী-পুরুষের ভেদাভেদে বিশ্বাসী নন। দুই কন্যা সন্তানের পিতা তিনি। তাই এই ছবি নিজের মেয়েদের সমর্পণ করেছেন। সেই সঙ্গে বাংলার মেয়েদের যাঁদের স্বপ্ন ওড়ার তাঁদেরকেও এই ছবিটি একটি ট্রিবিউট দেওয়ার জন্য় বানিয়েছেন বলে জানিয়েছেন ত্রিদিব।
সম্প্রতি বউবাজার এলাকায় হয়ে গেছে ছবির শুটিং। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী। তাঁর বিপরীতে নায়কের চরিত্রে রয়েছেন সাহেব ভট্টাচার্য। প্রথমে শ্রাবন্তীর জায়গায় অভিনয় করার কথা ছিল নুসরতের। টানা 25 দিন শুটিংয়ের সময় বের করতে পারেননি নুসরত। তার উপর রয়েছে ভোটের প্রচারের কাজও। তাই নুসরাতের জায়গায় আসেন শ্রাবন্তী। তাঁর চরিত্রের নাম পৌলোমী। সে আর পাঁচজন বাঙালি মেয়ের থেকে একেবারে আলাদা। সে নিজের মতো করে জীবন কাটাতে আগ্রহী।