পেশোয়ার, 7 জুলাই : কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ ৷ শোকের আবহ প্রতিবেশী দেশ পাকিস্তানেও ৷ পদ্মবিভূষণপ্রাপ্ত 98 বছরের অভিনেতার জন্ম সে দেশেই ৷
1922 সালের 11 ডিসেম্বর পেশোয়ারে জন্ম দিলীপ কুমারের ৷ খাইবার পাখতুনখোয়া প্রদেশের কিস্সা খাওয়ানি বাজার এলাকায় ছিল তাঁর পৈতৃক বাড়ি ৷ তাঁর প্রকৃত নাম ছিল মহম্মদ ইউসুফ খান ৷ স্বাভাবিকভাবেই দিলীপ কুমারের সঙ্গে অন্তরের টান রয়েছে পাকিস্তানের ৷ সে দেশের রাষ্ট্রপতি আরিফ আলভি অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি টুইটে লিখেছেন, "দিলীপ কুমার (ইউসুফ খান) আর নেই শুনে খুব দুঃখ পেয়েছি ৷ তিনি দুর্দান্ত একজন অভিনেতা, একজন বিনয়ী মানুষ, এক মহান ব্যক্তিত্ব ছিলেন ৷ তাঁর পরিবারকে সমবেদনা জানাই ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷"
পাক প্রধানমন্ত্রী ইমরান খান দিলীপ কুমারের প্রয়াণে শোকপ্রকাশ করে টুইটে লিখেছেন, "দিলীপ কুমারের মৃত্যুর খবর পেয়ে শোকাহত ৷ তাঁর সেই উদারতা আমি ভুলতে পারব না, তিনি এসকেএমটিএইচ প্রজেক্ট চালু হওয়ার সময় কীভাবে টাকা জোগাড় করে সাহায্য করেছিলেন ৷ ওই সময়টা সবচেয়ে সমস্যাপূর্ণ ছিল, ফান্ডের প্রথম 10 শতাংশ জোগাড় করাটা খুব কঠিন ছিল ৷ পাকিস্তান আর লন্ডনে তাঁর উপস্থিতি বিশাল অঙ্কের টাকা তুলতে সাহায্য করেছিল ৷"
আরও পড়ুন:একটা প্রতিষ্ঠানের অবসান, দিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড
এসকেএমটিএইচ (SKMTH) ইমরান খানের স্বপ্নের প্রজেক্ট ছিল ৷ তাঁর মা ক্যানসারে মারা যাওয়ার পর ক্যানসার হাসপাতাল তৈরি করতে চেয়েছিলেন তিনি ৷ শৌকত খানুম মেমোরিয়াল ট্রাস্টের প্রথম প্রজেক্ট ছিল শৌকত খানুম মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার বানানো ৷ সেই কাজে প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে দিলীপ কুমার ইমরান খানের পাশে দাঁড়িয়েছিলেন ৷ লাহোর আর পেশোয়ারে তৈরি হয়েছে সেই হাসপাতাল ৷