কলকাতা : সব অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল সৃজিত মুখার্জি পরিচালিত 'গুমনামি'-র ট্রেলার । মুক্তির পরই সোশাল মিডিয়ায় তীব্র সাড়া ফেলেছে ট্রেলারটি ।
SVF প্রযোজিত এই থ্রিলারে গুমনামি বাবাকে ঘিরে তৈরি মিথকে আবিষ্কার করা হয়েছে । গুজব ছড়ায় 1970-র সময়ে উত্তরপ্রদেশে গুমনামি বাবার ছদ্মবেশে লুকিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস । ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । ছবিটি নিয়ে ইতিমধ্যে অনেক বিতর্ক চলছে ।
ট্রেলারের শুরুতে দেখা যায়, মুখার্জি কমিশনের অধিবেশন চলছে । যিনি বিশ্বাস করেন 1945 সালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি বোসের । অনির্বাণ ভট্টাচার্যকে পরামর্শ দিতে দেখা যায় ট্রেলারে । তিনি জানান, জীবনের শেষ দিনগুলিতে সন্ন্যাস হয়ে গিয়েছিলেন নেতাজি । এসবের প্রমাণও তিনি দিতে পারবেন বলে দাবি করেন ।