পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

25 বছর পর এক হত্যাকারীর শহরে ফেরার গল্প 'দ্বিতীয় পুরুষ'-এর ট্রেলারে - dwitiyo purush of srijit mukherji

মুক্তি পেল সৃজিত মুখার্জি পরিচালিত দ্বিতীয় পুরুষের ট্রেলার । রয়েছেন পরমব্রত, আবির, রাইমা ও অনির্বাণ । ছবি মুক্তি 23 জানুয়ারি ।

fg
gf

By

Published : Dec 15, 2019, 4:34 PM IST

কলকাতা : পর পর তিনটে খুন । 25 বছর পর শহরে ফিরছে এক হত্যাকারী । পুলিশ কি তাকে খুঁজে পাবে ? এই প্রশ্ন তোলা হয়েছে 'দ্বিতীয় পুরুষ'-এর ট্রেলারে । আজই মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত এই ছবির ট্রেলার । মুখ্য চরিত্রে রয়েছেন পরমব্রত চ্যাটার্জি, রাইমা সেন, অনির্বাণ ভট্টাচার্য ও ঋতব্রত মুখার্জি ।

'বাইশে শ্রাবণ' ছবিটি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হচ্ছে 'দ্বিতীয় পুরুষ'। খুনের তদন্ত করতে দেখা যাবে পরমব্রতকে । তাঁর চরিত্রটির নাম অভিজিৎ পাকরাশি । অমৃতার চরিত্রে অভিনয় করবেন রাইমা । খোকা নামে এক অপরাধীর চরিত্রে রয়েছেন অনির্বাণ । এছাড়া ছবির একটি ছোটো চরিত্রে দেখা যাবে আবির চ্যাটার্জিকে ।

প্রসেনজিৎ চ্যাটার্জির ভয়েস দিয়ে শুরু হচ্ছে ট্রেলার । শুরু হচ্ছে নতুন এক অধ্যায় । শহরে হয়ে চলেছে একের পর এক খুন । 25 বছর পুরোনো স্মৃতি ফিরিয়ে দিচ্ছে ওই ঘটনা । 25 বছর আগেও ওই ধরনের খুনের ঘটনা ঘটেছিল । আর এই খুনের তদন্ত শুরু করে অভিজিৎ পাকরাশি । কিন্তু, আসল খুনির সন্ধান সে পাবে কি না তা দেখার জন্য ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের ।

ছবি প্রসঙ্গে সৃজিত বলেন, "এই ছুবির পরিচালনার সময় আমার রিইউনিয়নের মতো মনে হচ্ছিল । যেখানে সবাই রয়েছে আবির, পরম, রাইমা, অনুপম । 'বাইশে শ্রাবণ' পরিচালনার সময় যাদের সঙ্গে কাজ করেছিলাম । প্রসেনজিৎ চ্যাটার্জিকে বিশেষভাবে শুভেচ্ছা জানাতে চাই । 'বাইশে শ্রাবণ' ছবির গল্প তাঁকে দিয়েই শেষ হয় । আর 'দ্বিতীয় পুরুষ'কে স্বাগত জানাচ্ছেন তিনিই ।"

2020 সালের 23 জানুয়ারি মুক্তি পাবে 'দ্বিতীয় পুরুষ'। ছবির গানগুলি গেয়েছেন অনুপম রায় ।

ABOUT THE AUTHOR

...view details