কলকাতা : মুক্তি পেল অরুণিমা দে পরিচালিত নতুন ছবি 'তুমি ও তুমি'-র ট্রেলার । জন্মের পর থেকেই মহিলাদের যে লড়াই করে চলতে হয় সেই ঘটনা তুলে ধরা হয়েছে ছবিতে । মুখ্য চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, অনুরাধা রায়, অর্ণব ব্যানার্জি, রাজু ঠাকুর, অরুনিমা দে, সোমনাথ শর্মা, রজত গাঙ্গুলি, অন্বেষা হাজরা, টুইঙ্কেল বোস, উত্তম দত্ত, অর্পিতা দত্ত, পুলকিত ঘোষ, রিক, সৌরভ মজুমদার ও মৌসুমি দাস । ট্রেলারের পাশাপাশি মুক্তি পেয়েছে ছবির পোস্টার ও গান ।
মুক্তি পেল 'তুমি ও তুমি'-র ট্রেলার - tumi o tumi trailer
মুক্তি পেল 'তুমি ও তুমি'-র ট্রেলার । মুখ্য চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, অনুরাধা রায়, অর্ণব ব্যানার্জি, রাজু ঠাকুর, অরুনিমা দে, সোমনাথ শর্মা, রজত গাঙ্গুলি, অন্বেষা হাজরা, টুইঙ্কেল বোস, উত্তম দত্ত, অর্পিতা দত্ত, পুলকিত ঘোষ, রিক, সৌরভ মজুমদার ও মৌসুমি দাস ।
জন্মের পর থেকেই মেয়েদের বিভিন্ন বাধা ধরা নিয়মের মধ্যে রাখা হয় । যা ভেঙে বেরতে সে পারে না । বয়স বাড়ার সঙ্গে সঙ্গেও সেই নিয়ম পরিবর্তন হয় না । অনেক সময় প্রতিবাদ করতে ইচ্ছে হয় । কিন্তু তা করাও সম্ভব হয় না । ফলত সব পাওয়ার পরও অনেক মহিলার মনে খুশি থাকে না । সব সময় তাঁদের বাহ্যিক ও অন্তর সত্তার মধ্যে একটা দ্বন্দ্ব চলতে থাকে । সেই বিষয়টিকে কেন্দ্র কেরেই তৈরি করা হয়েছে ছবিটি ।
ছবি সম্পর্কে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, "এখানে এক বয়স্ক মহিলার কথা বলা হয়েছে । তাঁর কাছে সব কিছু রয়েছে কিন্তু, তাঁকে যে সম্মানটা পরিবারের তরফে দেওয়া দরকার সেটা কেউ দেন না । এরপর আমার সঙ্গে তাঁর পরিচয় হয় । আমার সাহায্যে তিনি আবার নতুন করে মাথা তুলে দাঁড়াবেন ।" ওই মহিলার চরিত্রে অভিনয় করেছেন লিলি চক্রবর্তী । ছবি সম্পর্কে তিনি বলেন, "ছবিতে আমার সবকিছুই রয়েছে বাড়ি, ব্যাঙ্ক ব্যালেন্স সব । কিন্তু তা সত্ত্বেও বাড়িতে আমি আমার ছেলে এবং বউমার কথা শুনে চলি । মনে একটা দুঃখ রয়েছে । তারপর মিঞা ভাই আমকে সাহস দেন ।"