পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

তনুশ্রী-রজতাভ-রুদ্রনীলের অস্তিত্ব রক্ষার লড়াই 'জ়ম্বিস্তান' ট্রেলারে - tanushree zombiesthaan

মুক্তি পেল 'জ়ম্বিস্তান' ছবির ট্রেলার । মুখ্য চরিত্রে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, রজতাভ দত্ত এবং রুদ্রনীল ঘোষ ।

df
dgf

By

Published : Nov 28, 2019, 2:21 PM IST

কলকাতা : মুক্তি পেল 'জ়ম্বিস্তান' ছবির ট্রেলার । বাংলা সিনেমার জগতে এই প্রথম জ়ম্বি নিয়ে ছবি তৈরি করা হয়েছে । 13 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অভিরূপ ঘোষের ছবি 'জ়ম্বিস্তান'। মুখ্য চরিত্রে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, রজতাভ দত্ত এবং রুদ্রনীল ঘোষ । গতকাল ছিল ছবির ট্রেলার লঞ্চ পার্টি ।

ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ছেড়ে সিনেমা তৈরি করতে এগিয়ে এসেছেন অভিরূপ । বিষয়টির প্রশংসা করেছেন রজতাভ দত্ত । ছবিতে তাঁর চরিত্রটির নাম রাজা হরিদাস ।

দেখুন ভিডিয়ো

বিভিন্ন OTT প্ল্যাটফর্ম এবং হলিউডে এর আগে জ়ম্বি নিয়ে বহু ছবিই তৈরি করা হয়েছে । কিন্তু, এই বিষয়কে কেন্দ্র করে হাতোগোনা কয়েকটি ছবি রয়েছে ভারতীয় সিনেমা জগতে । ছবিতে আকিরার চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী । মানবজাতি বিলুপ্তপ্রায় । প্রত্যেকে জ়ম্বি বা নরখাদকে পরিণত হচ্ছে । সেই পরিস্থিতির মধ্যে মোকাবিলা কররা চেষ্টা করছে আকিরা । সে একজন যোদ্ধাও । ছবিতে অ্যাকশনও করেছেন তনুশ্রী ।

ট্রেলার লঞ্চ পার্টিতে অনুপস্থিত ছিলেন ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা রুদ্রনীল ঘোষ । ছবিতে তাঁর চরিত্রের নাম অনিল চ্যাটার্জি । নরখাদকদের মাঝে গুরুত্বপূর্ণ চরিত্রগুলির অস্তিত্ব রক্ষার লড়াই তুলে ধরা হয়েছে ছবিতে ।

ABOUT THE AUTHOR

...view details