পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'বরুণবাবুর বন্ধু' কে ? সাসপেন্সে ভরা ট্রেলার - বরুণবাবুর বন্ধু

মুক্তি পেল 'বরুণবাবুর বন্ধু' ছবির ট্রেলার । সব ঠিক থাকলে 2020 সালে মুক্তি পাবে ছবিটি ।

gf
gdf

By

Published : Dec 10, 2019, 8:45 PM IST

Updated : Dec 10, 2019, 10:46 PM IST

কলকাতা : আসছে বরুণবাবুর বন্ধু । চিঠি দিয়ে জানিয়েছেন তিনি । ঘর সাজানো হচ্ছে তাঁর জন্য । পরিবারের সদস্যরাও নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছেন । গোটা ট্রেলার জুড়েই একটা ব্যস্ততা । কিন্তু, বরুণবাবুর বন্ধুটি কে সেটা দেখানো হয়নি ট্রেলারে ।

আজই মুক্তি পেয়েছে 'বরুণবাবুর বন্ধু' ছবির ট্রেলার । ট্রেলারের শুধু থেকে শেষ পর্যন্ত শুধু আসছে আসছে শোনা যাচ্ছে । কিন্তু, কে আসছে তা বলা হয়নি । একটা সাসপেন্স ভরে রয়েছে ট্রেলারে । ছবিটি পরিচালনায় অনীক দত্ত ।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, বিদিপ্তা চক্রবর্তী, বরুণ চন্দ্র, অলকানন্দা রায়, দেবলীনা দত্ত, চান্দ্রেয়ী ঘোষকে ।

দেখুন ভিডিয়ো

ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, "বন্ধুত্ব ও নস্টালজিয়ার কোনও ব্যাপার এই ছবির মধ্যে নেই । এই কাহিনি একদম অন্যরকম এবং গভীর একটা সামাজিক দিক রয়েছে । পরাণের মতো একজন ভালো অভিনেতার সঙ্গে অভিনয় করতে পারলে নিজের অভিনয়টাও ভালো হয় । অনীকের সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে ।"

মাধবী মুখোপাধ্যায় বলেন, "সৌমিত্রবাবুর সঙ্গে এর আগেও কাজ করেছি । এবারও কাজ করলাম । কাজ করার বিশেষ কোনও অভিজ্ঞতা নেই, শুধু একটাই পার্থক্য আগে শুটিং ফ্লোরে কাজ হত আর এখন একটা বাড়িতে কাজ হয় । দর্শকদের একটাই কথা বলব যে আপনারা ছবিটা দেখুন তাহলেই আমার চরিত্র এবং গল্প সম্পর্কে জানতে পারবেন ।" তবে কে আসছে সেটা জানার জন্য ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতেই হবে দর্শকদের । আর সব ঠিক থাকলে 2020 সালেই মুক্তি পাবে ছবিটি ।

Last Updated : Dec 10, 2019, 10:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details