পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"জিভে ঠোঁটে পেটে তুমি লেগে আছো", মিষ্টি না পেয়ে মন খারাপ টোটার - tota roy choudhury

মিষ্টিমুখ করতে না পেরে মন খারাপ টোটার । পরিচালক সৃজিত মুখার্জির 'দ্বিতীয় পুরুষ' সিনেমার 'যে কটা দিন তুমি ছিলে পাশে' গানের কথা বদলে নিজের দুঃখ শেয়ার করেন টোটা । লেখেন, "যে কটা দিন তুমি ছিলে পাতে, কেটেছিল থালার পানে চোখ রেখে, আমার জিভে ঠোঁটে পেটে তুমি লেগে আছো....."

sdf
dsf

By

Published : Apr 5, 2020, 3:34 PM IST

Updated : Apr 5, 2020, 3:58 PM IST

কলকাতা : শেষপাতে মিষ্টিমুখ করা হচ্ছে না । তাই পেট ভরলেও মনটা কিছুতেই ভরছে না । তাই অনেকের মতো মন খারাপ অভিনেতা টোটারও । আর টুইটারে সেই দুঃখ শেয়ার করে নিলেন তিনি । 'ধার' নিলেন সৃজিতের সিনেমার একটি গানের চারটি লাইন ।

শেষপাতে মিষ্টি না হলে মন ভরে না অনেক বাঙালিরই । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে লকডাউন জারি দেশজুড়ে । নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ছাড়া বন্ধ সব দোকান । তার মধ্যে রয়েছে মিষ্টির দোকানও । মাঝখানে একদিনের জন্য খুললেও ফের তা বন্ধ । ফলে মিষ্টি খেতে পারছেন না কেউই । আর তাই অন্যাদের মতো মন খারাপ টোটারও । কারণ মিষ্টি খেতে ভালোবাসেন তিনিও ।

টুইটারে তাঁর দুঃখ অন্যদের সঙ্গে ভাগ করে নিয়েছেন টোটা । পরিচালক সৃজিত মুখার্জির 'দ্বিতীয় পুরুষ' সিনেমার 'যে কটা দিন তুমি ছিলে পাশে' গানের কথা বদলে নিজের দুঃখ শেয়ার করেছেন তিনি । লেখেন, "যে কটা দিন তুমি ছিলে পাতে, কেটেছিল থালার পানে চোখ রেখে, আমার জিভে ঠোঁটে পেটে তুমি লেগে আছো....." । সঙ্গে সৃজিতকে ট্যাগ করে লেখেন, "সরি সৃজিত বিরহের বেদনা ব্যক্ত করতে লাইন চারেক ধার নিলাম ।"

এদিকে 'ফেলুদা ফেরত'-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন টোটা । সেখানে ফেলুদার চরিত্রে দেখা যাবে তাঁকে ।

Last Updated : Apr 5, 2020, 3:58 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details