পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনায় আক্রান্ত হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী - corona story

হঠাৎই জ্বর আসে 63 বছরের টম হ্যাঙ্কস এবং তাঁর স্ত্রী রিটা উইলসনের। কোরোনা পরীক্ষায় সংক্রমণ নিশ্চিত হয় । আপাতত তাঁরা অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে বিশেষ ওয়ার্ডে চিকিৎসাধীন । সেখানে তাঁদের নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

corona
কোরোনা

By

Published : Mar 12, 2020, 11:08 AM IST

Updated : Mar 12, 2020, 3:21 PM IST

ক্যানবেরা, 12 মার্চ : কোরোনায় আক্রান্ত হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস এবং তাঁর স্ত্রী তথা বিখ্যাত অভিনেত্রী রিটা উইলসন । আজ সকালে টম হ্যাঙ্কস টুইটারে প্রকাশ্যে আনেন খবরটি । আপাতত তাঁরা অস্ট্রেলিয়ায় রয়েছেন । গোল্ড কোস্ট নামে একটি ছবির কাজে তাঁরা অস্ট্রেলিয়ায় যান ।

হঠাৎই জ্বর আসে 63 বছরের টম হ্যাঙ্কস এবং তাঁর স্ত্রী রিটা উইলসনের। আপাতত তাঁরা অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে বিশেষ ওয়ার্ডে চিকিৎসাধীন । সেখানে তাঁদের নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

আজ সকালে বায়োহ্যাজ়ার্ডে পরিত্যক্ত সার্জিকাল গ্লোভের ছবি আপ্লোড করে টুইট করেন টম হ্যাঙ্কস । তিনি লেখেন, "আমাদের কিছুটা ক্লান্ত লাগছিল । ঠান্ডা লেগেছিল । শরীরেও যন্ত্রণা ছিল । রিটার জ্বর আসে । বিশ্বের এই মুহূর্তের যা পরিস্থিতি তাই আমরা কোরোনা সংক্রমণের বিষয়ে নিশ্চিত হতে পরীক্ষা করাই । এবং ধরা পড়ে যে আমরা কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি । এই মুহূর্তে কী করতে হবে? স্বাস্থ্য আধিকারিকদের প্রোটোকলগুলি মেনে চলতে হবে । আমাদের বারবার স্বাস্থ্য পরীক্ষা হবে । জনস্বাস্থ্য এবং সুরক্ষার স্বার্থে আমাদর যতদিন সম্ভব আইসোলেশনে রাখা হবে । বিশেষভাবে পর্যবেক্ষণ করা হবে । আমরা পোস্ট করে আমাদের শারীরিক পরিস্থিতির কথা জানাতে থাকব । নিজেদের খেয়াল রাখুন । "

অস্ট্রেলিয়ায় গোল্ড কোস্ট নামে একটি ছবির কাজে গিয়েছেন টম হ্যাঙ্কস । উনবিংশ শতকের অন্যতম কালচারাল আইকন তথা বিখ্যাত গায়ক এবং অভিনেতা এলভিস প্রেসলির জীবনীর উপর এই ছবিতে অভিনয় করছেন তিনি । গোল্ড কোস্ট ছবির প্রযোজক ওয়ারনার ব্রোস টম হ্যাঙ্কসের নাম না নিয়ে বলেন, "আমরা জানি আমাদের ছবির একজন সদস্য সম্প্রতি কোরোনা আক্রান্ত হয়েছে । গোল্ড কোস্ট ছবি এখনও প্রি-প্রোডাকশনে রয়েছে ।"

Last Updated : Mar 12, 2020, 3:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details