ভেনিস : 'মিশন ইম্পসিবল' সিরিজ়ের ভক্ত নয়, এমন মানুষ পাওয়া খুব মুশকিল । টম ক্রুজ় অভিনীত এই সিরিজ় মুহূর্তে বদলে দিতে পারে দর্শকের মুড । অসম্ভব মিশনকে টম কী করে সম্ভব করে দেখান, তা দেখতে মুখিয়ে থাকে সিনেপ্রেমীরা । এই বিখ্যাত ফ্র্যাঞ্চাইজ়ির সাত নম্বর পার্টের শুটিং শুরু হওয়ার কথা ছিল ইতালির ভেনিসে । কিন্তু কোরোনা ভাইরাসের প্রভাবে তা পিছিয়ে দিতে বাধ্য হল প্রযোজক সংস্থা প্যারামাউন্ট পিকচার্স ।
প্যারামাউন্টের তরফ থেকে জানানো হয়েছে, "পাবলিক প্লেসে মানুষের জমায়েতের উপর নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় সরকার । এছাড়া আমাদের কাস্ট অ্যান্ড ক্রুয়ের সুরক্ষার কথা মাথায় রেখে আমরা ভেনিসে 'মিশন ইম্পসিবল'-এর তিন সপ্তাহের প্রোডাকশন প্ল্য়ানকে পরিবর্তন করছি ।"