পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

NRS -এর ঘটনায় ধিক্কার টলিউডের

কলকাতার NRS কাণ্ড জাতীয় স্তরে সাড়া ফেলেছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, প্রত্যেকেই তীব্র নিন্দা করছেন ঘটনার। ঘটনার প্রতিবাদে সোচ্চার হলেন টলিউডের একাধিক সেলেবও। আক্রান্ত দুই জুনিয়র ডাক্তার পরিবহ মুখার্জি ও যশ তেকওয়ানির পাশে দাঁড়ালেন তাঁরা।

ফটো

By

Published : Jun 13, 2019, 12:51 PM IST

কলকাতা : সোমবার রাতে 75 বছরের এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায় NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে । এরপরই রোগীর পরিবারের হাতে জখম হন পরিবহ ও যশ । গুরুতর চোট লাগে পরিবহর মাথায় । এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পরেন জুনিয়ার ডাক্তারদের একাংশ । আন্দোলনে নামেন তাঁরা। বুধবার সারাদিন বন্ধ রাখা হয় হাসপাতালের আউটডোর পরিষেবা।

এই ঘটনার জেরে জুনিয়ার ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন টলিউডের একাংশ । নিজেদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি ,অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়,ইন্দ্রদীপ দাশগুপ্ত, রঞ্জন ঘোষ প্রমুখ।

কৌশিক গাঙ্গুলি লিখেছেন, "তোমায় চিনি না, তবু বলছি, দ্রুত ভালো হয়ে ওঠো তুমি l নাগরিক হিসেবে লজ্জিত লাগছে খুব l কার হয়ে জানি না, তবু ক্ষমাপ্রার্থী আমরা l আজকাল কোথাকার রাগ কোথায় প্রকাশ করছে মানুষ!!! ছিঃ!!!"

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তাঁর টুইটারে লিখেছেন, "NRS হাসপাতালের হিংসার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ডাক্তারদের ডাকা স্ট্রাইক কে আমার পূর্ণ সমর্থন।"

পরিচালক রঞ্জন ঘোষ ফেসবুকে আহত পরিবহর ছবি পোস্ট করে লিখেছেন, " তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ড: পরিবহ মুখার্জি। যদি এই অমানবিক কাজের প্রতিবাদ না করতে পারি, তাহলে সেটা আমাদের লজ্জা।"

ক্ষোভ প্রকাশ করেন গায়ক ইন্দ্রদীপ দাশগুপ্তও। তিনি লেখেন, " আমি ডাক্তারদের সঙ্গে আছি...আমি তাঁদের বিশ্বাস করি...আমি তাঁদের ভরসা করি...আমি তাঁদের শ্রদ্ধা করি।"

ABOUT THE AUTHOR

...view details