কলকাতা : ১০ মে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 'কণ্ঠ'। ছবিতে রেডিয়ো জকির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শিবপ্রসাদকে। ছবির ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলেছে টলিজগতে। অনেকেই প্রতিক্রিয়া দিচ্ছেন। ঋষি কাপুরের দেখে বলেছেন, "ভেরি ইম্প্রেসিভ"। এবার প্রতিক্রিয়া পাওয়া গেল টলি জগতের ছেলেদের থেকে।
হঠাৎ কণ্ঠ হারালে কী করবেন প্রসেনজিৎ, অনুপম, কৌশিকরা ? - kontho
রেডিয়ো সঞ্চালকদের গল্প বলবে 'কণ্ঠ'। কীভাবে কণ্ঠস্বর হারিয়ে ফুড পাইপের আওয়াজের সাহায্য, অর্থাৎ ইসোফেগাল ভয়েজের সাহায্যে এক রেডিয়ো জকি নতুন করে সবকিছু শুরু করে, সেই কাহিনি দেখবে দর্শক।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে কৌশিক গাঙ্গুলি প্রত্যেকেই নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন। 'কণ্ঠ' চলে গেলে মানুষের কী অবস্থা হতে পারে, সেই আশঙ্কা জাহির করেছেন তাঁরা। আজই প্রযোজনা সংস্থা উইন্ডোজ়ের তরফ থেকে একটি ভিডিয়ো ছাড়া হয়েছে। সেখানেই প্রতিক্রিয়া দিয়েছেন টলিউডের অনেকেই।
উইন্ডোজ়ের সঙ্গে 'প্রাক্তন' ছবিটি করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভিডিয়োতে তিনি বললেন, "ভাবতেই পারি না মানুষের কণ্ঠ চলে যাওয়া। বিশেষ করে আমরা যাঁরা এই প্রফেশনে আছি। শুধু অভিনেতা বলে বলব না, কোনও মানুষের কন্ঠ চলে যাওয়ার কোনও বিকল্প আছে কিনা আমি বলব না।"
মোটামুটি একই সুর শোনা যায় কৌশিক গাঙ্গুলি, খরাজ মুখোপাধ্যায়, ব্রততী বন্দোপাধ্যায়, অনুপম রায়, অম্বরীশ ভট্টাচার্যর মতো শিল্পীদের কণ্ঠেও। সেই সঙ্গে এও আভাস পাওয়া যায়, যে ২০১৯ সালের একটি উল্লেখযোগ্য বাংলা ছবি হতে চলেছে 'কণ্ঠ'।
কীভাবে কণ্ঠস্বর হারিয়ে ফুড পাইপের আওয়াজের সাহায্য, অর্থাৎ ইসোফেগাল ভয়েজের সাহায্যে এক রেডিয়ো জকি নতুন করে সবকিছু শুরু করে, সেই কাহিনি দেখবে দর্শক। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পাওলি দাম এবং জয়া আহসান।