পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

10 জুন থেকে শুটিং শুরু হচ্ছে টলিউডে - shooting start from 10 june

10 জুন থেকে শুটিং শুরু হতে চলেছে টলিউডে । আর 15 জুন থেকে শুরু হবে ধারাবাহিকের সম্প্রচার । টেকনিশিয়ন স্টুডিয়োতে হওয়া বৈঠকে সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত ।

sdf
sdf

By

Published : Jun 4, 2020, 7:35 PM IST

Updated : Jun 5, 2020, 3:41 PM IST

কলকাতা : দীর্ঘ আড়াই মাস স্তব্ধ থাকার পর অবশেষে সচল হতে চলেছে টলিউড । 10 জুন থেকে শুটিং শুরু হতে চলেছে টলিউডে । আর 15 জুন থেকে শুরু হবে ধারাবাহিকের সম্প্রচার । আজ বিকেল চারটের সময় মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে টেকনিশিয়ন স্টুডিয়োতে বৈঠকে বসে আর্টিস্ট ফোরাম, EIMPA, ফেডারেশন এবং প্রোডিউসারস গিল্ড সহ সব সংগঠনগুলি । সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

তবে, শুটিং শুরু হলেও থাকছে একাধিক বিধিনিষেধ । আপাতত 10 বছরের কম বয়সি শিশু শিল্পীদের নিয়ে শুটিং করা যাবে না । যদিও 65 বছরের বেশি যে সব প্রবীণ অভিনেতা রয়েছেন তাঁরা চাইলে মুচলেকা দিয়ে শুটিং করতে পারবেন ।

.

সরকারের নির্দেশ অনুযায়ী 35 জন কর্মীকে নিয়ে শুটিয়ের সব কাজ করতে হবে । এবিষয়ে কাউকে ছাঁটাই করা হবে না বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফেডারেশনের প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস । কম কর্মী নিয়ে কাজের ফলে বদল হবে চিত্রনাট্যেও ।

এখন শুটিংয়ের সময় নজর রাখতে হবে সবার স্বাস্থ্যের দিকেও । 25 লাখ টাকার কোভিড ফান্ড তৈরি করা হবে কলাকুশলীদের জন্য । অভিনেতাদের ক্ষেত্রে, যার 50 শতাংশ চ্যানেল, 40 শতাংশ প্রযোজক এবং বাকি 10 শতাংশ দেবে আর্টিস্ট ফোরাম । আর টেকনিশিয়নদের ক্ষেত্রে, 50 শতাংশ চ্যানেল ও বাকিটা দেবে প্রযোজকরা । যদিও এক্ষেত্রে কউকে কোনও প্রিমিয়াম দিতে হবে না । তবে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকলে তবেই সেই কর্মী কিংবা আর্টিস্টকে শুটিংয়ের অনুমতি দেওয়া হবে ।

বৈঠকে আলোচনা হয়েছে কর্মীদের যাতায়াত নিয়েও । এ প্রসঙ্গে স্বরূপ বিশ্বাস বলেন, "যেসব টেকনিশিয়ন কাছাকাছি থাকেন, তাঁরা সাইকেলে কিংবা বাইকে চলে আসতে পারবেন । আর যাঁরা অনেকটা দূরে থাকেন তাঁদের জন্য আমরা গাড়ি কিংবা বাসের ব্যবস্থা করছি।"

দেখুন ভিডিয়ো
Last Updated : Jun 5, 2020, 3:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details