কলকাতা : কোরোনা আতঙ্কের জেরে ইতিমধ্যেই ছুটি পড়ে গিয়েছে রাজ্যের একাধিক স্কুল-কলেজে । বন্ধ কলকাতা হাইকোর্ট । স্থগিত রাখা হচ্ছে কিছু সরকারি কাজও । এরই মধ্যে গতকাল সব ধরনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (IMPPA) । সেই সিদ্ধান্তর উপর ভিত্তি করে আজ বিকেলে একটি জরুরি বৈঠক করবেন টলিউডের কলাকুশলীরা । বাংলা ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রির শুটিং বন্ধ রাখা হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হবে ওই বৈঠকে ।
IMPPA প্রতিনিধি দলের সঙ্গে গতকাল একটি বৈঠক করে ফেডেরেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্লোয়িজ়, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (IFTDA), ওয়েস্টার্ন ইন্ডিয়া ফিল্ম প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (WIFPA) ও ইন্ডিয়ান ফিল্ম ও টিভি প্রোডিউসার্স কাউন্সিলের (IFPTC) সদস্যরা । সেখানেই 19 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত সব ধরনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে ।
যদিও এই নির্দেশিকা আসার আগেই বন্ধ করা হয়েছে বলিউডের একাধিক ছবির শুটিং । পিছিয়ে গিয়েছে ছবি মুক্তির তারিখও । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনও পর্যন্ত বন্ধ হয়নি টলিউড ছবির শুটিং । আর আজকের এই বৈঠকে নির্ধারিত হবে টলিউডের শুটিংয়ের ভাগ্য । যার জেরে উদ্বেগে রয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই ।