কলকাতা, 16 মার্চ: করোনা আক্রান্ত ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ একথা নিজেই সোশাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী ৷ আপাতত সিঙ্গাপুরে নিভৃতবাসে রয়েছেন তিনি ৷ তবে তাঁর পরিবারের সদস্য ও কর্মীরা ভালো আছেন বলে জানিয়েছেন টলি নায়িকা ৷
সম্প্রতি নতুন করে করোনার দাপট বাড়ছে ৷ আক্রান্তের সংখ্যা বিপজ্জনক হারে বাড়তে শুরু করেছে বেশ কয়েকটি রাজ্যে ৷ দেশের বেশ কয়েকটি শহরে ফের জারি হয়েছে পূর্ণ লকডাউন ৷ উদ্বেগজনক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক বসতে চলেছেন ৷ সাধারণ মানুষের পাশাপাশি করোনা আক্রান্ত হচ্ছেন তারকারাও ৷ কয়েক দিন আগেই বলি তারকা রণবীর কপূর, অভিনেত্রী তারা সুতারিয়া ও পরিচালক সঞ্জয় লীলা বনসালী করোনা আক্রান্ত হয়েছেন ৷ এবার টলি নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তর শরীরেও মিলল করোনা ভাইরাসের হদিস ৷