পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

চারহাত এক হল দেবলীনা-গৌরবের

বিয়ের রাতে ট্র্যাডিশনাল বেনারসী এবং সোনার গয়নায় সেজেছিলেন নববধূ দেবলীনা । গৌরবের পরণে ছিল সাদা পাঞ্জাবি ও শাল ।

tollywood-actor-gourav-chatterjee-and-devlina-kumar-wedding
tollywood-actor-gourav-chatterjee-and-devlina-kumar-wedding

By

Published : Dec 9, 2020, 10:41 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর : বিয়ের মরশুম শুরু হতেই টলিপাড়ায় শোনা গেল সানাইয়ের সুর । সাত পাকে বাঁধা পড়লেন টলিউডের তারকা কাপল দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায় । এই তারকা জুটির সম্পর্ক নিয়ে টলিপাড়ায় ছিল বিস্তর চর্চা । কোরোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসতেই চটপট বিয়ের সেরে নিলেন গৌরব-দেবলীনা ।

প্রায় 3 বছরের প্রেম । সম্পর্ক নিয়ে লুকোছাপা কখনওই করেননি এই দুই তারকা যুগল । বরাবরই ফলাও করে বলেছেন তাঁদের প্রেমের কথা । আজ পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে চার হাত এক হল চট্টোপাধ্যায় ও কুমার পরিবারের নয়নের মণিদের । সম্পূর্ণ বাঙালি মতে বিয়ের আচার অনুষ্ঠান পালন করছে দুই পরিবার । ঘটা করে পালন করা হয়েছে মেহেন্দি, গায়ে হলুদ । পাত্রী দেবলীনার গায়ে বিয়ে এবং বউ ভাত দুটি অনুষ্ঠানেই থাকছে বেনারসী শাড়ি । ঠিক যেমনটা পছন্দ ছিল মহানায়ক উত্তম কুমারের ।

মেহেন্দি সেরিমনি

মহানায়কের পছন্দমতো ঠিক তেমনভাবেই সেজেছেন দেবলীনা । টুকটুকে লাল বেনারসী ও গায়ে ভারী সোনার গয়না । বিয়ের দিন গৌরবের পরনে ছিল সাদা সুতো দিয়ে কাজ করা পাঞ্জাবি ও শাল । তবে সব রীতিনীতি সাবেকিভাবে পালন করা হলেও দেবলীনার দৈনন্দিন রুটিনে কোনও ঘাটতি পড়েনি । বিয়ের এই ক'টা দিনেও নিয়ম করে জিমে গিয়েছেন অভিনেত্রী ।

গায়ের হলুদের শাড়িতে দেবলীনা

বিয়ের মেনুতেও ছিল সাবেকিয়ানার ছোঁয়া । দই পোনা, পাঁঠার মাংস, চিংড়ি মাছের কাটলেট, লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, সন্দেশ, পয়োধি, পাটিসাপটা ইত্যাদি । দেবলীনার বাবা দেবাশিস কুমার, দেবলীনা ও গৌরবের পছন্দমতো বিয়ের মেনু ঠিক করা হয়েছে । খাবার সরবরাহের দায়িত্বে ছিল কলকাতার একটি বিখ্যাত ক্যাটারার ।

বিয়ের মণ্ডপে গৌরব-দেবলীনা

দেবলীনা-গৌরবের বিয়েতে লোক সংখ্যা কম নয় । তবে প্যানডেমিকের কারণে অনেককেই আমন্ত্রণ জানাতে পারেননি এই দুই পরিবার । পরিস্থিতি স্বাভাবিক থাকলে কয়েক হাজার মানুষ আমন্ত্রিত থাকতেন তাঁদের বিয়েতে ।

পরিবারের সঙ্গে গৌরব-দেবলীনা

ABOUT THE AUTHOR

...view details