পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রয়াত তাপস পাল - tapas paul rosevally case

tapas paul passed away
প্রয়াত তাপস পাল

By

Published : Feb 18, 2020, 6:29 AM IST

Updated : Feb 18, 2020, 8:54 AM IST

06:20 February 18

চলে গেলেন তাপস পাল । অভিনেতা হিসেবে এক সময় অত্যন্ত জনপ্রিয় ছিলেন । আজ ভোররাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কলকাতা, 18 ফেব্রুয়ারি : প্রয়াত জনপ্রিয় অভিনেতা ও প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পাল ৷ মুম্বই নিবাসী কন্যা সোহিনী পালের সঙ্গে দেখা করতে গেছিলেন। কিন্তু আর কলকাতা ফেরা হল না। আজ ভোররাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্য়ুকালে বয়স হয়েছিল 61 বছর। 

28 জানুয়ারি মুম্বই গিয়েছিলেন। ফেরার কথা ছিল 2 ফেব্রুয়ারি । ফেরার বিমান ধরার আগেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তারপর হাসপাতালে ভরতি হন । সেই থেকে হাসপাতালেই ছিলেন।আজ ভোর 3 টে 51 মিনিটে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। বাঁচানো যায়নি 'দাদার কীর্তি'র অভিনেতাকে ৷ 

দাদার কীর্তি দিয়ে বাংলা চলচ্চিত্রে পথচলা শুরু । প্রথম সিনেমাতেই তাঁর অভিনয় দর্শকের মন জয় করেছিল । তারপর সাহেব, ভালোবাসা ভালোবাসা, গুরুদক্ষিণা, মঙ্গলদীপ একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন বাঙালি দর্শককে ।  

আলিপুর বিধানসভা থেকে দুবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন । কৃষ্ণনগর থেকে দু'বারের সাংসদ ছিলেন তিনি । বির্তকিত মন্তব্য, চিটফান্ডে জড়িয়ে পড়ার পর থেকে কোথাও যেন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি ।  

Last Updated : Feb 18, 2020, 8:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details