কলকাতা, 20 ডিসেম্বর : কোরোনায় আক্রান্ত অভিনেতা আবির চট্টোপাধ্যায় । এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন তিনি । টুইট করে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তিনি নিজেই ।
টুইটারে আজ তিনি লেখেন, "আমার কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । এই মুহূর্তে আইসোলেশনে রয়েছি । আর এই কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁদের একথা জানাচ্ছি ।"
তিনি আরও লেখেন, "জীবন বরাবরই অনিশ্চিত । নিতান্তই কাজের জন্য গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা নিজেদের ও অন্যদের কথা চিন্তা করে দয়া করে কোরোনা পরীক্ষা করান । আমার পরিবারের সদস্যরাও শীঘ্রই পরীক্ষা করাবেন । প্রার্থনা করি, প্রত্যেকে নিরাপদ ও সুস্থ থাকুন ।"
বর্তমানে একটি চ্যানেলের গানের রিয়েলিটি শো-এর জন্য শুটিং করছিলেন আবির ।