পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রধানমন্ত্রীকে চিঠি 49 শিল্পীর, সমর্থন নুসরতের - intolerance

টুইটারে একটি চিঠি প্রকাশ করে গণপিটুনির ঘটনায় চিন্তা প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান । তিনি 49 শিল্পীকে সমর্থন করে লেখেন, "আমি খুশি যে আমাদের সমাজ এরকম একটি গুরুত্বপূর্ণ ঘটনাকে সামনে এনেছে ।"

নুসরত জাহান

By

Published : Jul 25, 2019, 3:29 PM IST

কলকাতা : দেশে গণপিটুনির মতো ঘটনা ক্রমশ বেড়েই চলেছে । তাই এই বিষয়ে নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে খোলা চিঠি পাঠান ছবি নির্মাতা অনুরাগ কাশ্যপ, বলিউড অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা সহ 49 শিল্পী । তৃণমূল কংগ্রেস সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান আজ তাঁদের সমর্থন জানালেন ।

এই ঘটনায় তাঁদের সমর্থন জানানোর তালিকায় নাম লিখলেন নুসরত জাহানও । ইনস্টাগ্রামে একটি চিঠি পোস্ট করেন নুসরত । সেখানে তিনি সমস্ত শিল্পীদের তাঁর সমর্থন জানিয়েছেন । চিঠিতে নুসরত লিখেছেন, "আমি খুশি যে, আমাদের সমাজ একটা গুরুত্বপূর্ণ সমস্যাকে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেছেন । আজ যেখানে সবাই রাস্তা, বিদ্যুতের মতো সমস্যা নিয়ে কথা বলছে, সেখানে সিভিল সোসাইটির সদস্যরা যে এরকম একটা ইশু তুলে ধরেছেন তাতে আমি খুশি ।"

চিঠিতে তিনি আরও লেখেন, "নাগরিকদের প্রতি আমার আশা আছে যে, তাঁরাও এই বিষয়ে যোগদান করবেন । হিংসার অপরাধ ও গণপিটুনির মতো ঘটনা আমাদের দেশে বেড়েই যাচ্ছে । 2014 থেকে 2019 পর্যন্ত এই সমস্ত ঘটনা আরও বেড়েছে । দলিত, মুসলমান আর পিছিয়ে পড়া মানুষ বেশি এই আক্রমণের শিকার হচ্ছে ।"

নুসরত লেখেন, "সেকিউলার ভারতের সাংসদ হওয়ায় সরকার আর সমস্ত জনপ্রিতনিধিদের নিবেদন করছি যে এই ধরনের গণপিটুনির ঘটনা থেকে আক্রান্তদের বাঁচানোর জন্য আইন বানানো হোক ।" চিঠির শেষে তিনি লেখেন, "গাইয়ের নাম করে, ভগবানের নাম করে, কারও দাড়ি বা কারও টুপি নিয়ে খুনোখুনি বন্ধ করা হোক । কিউকি মজহব নেহি সিখাতা আপস মে বের রাখনা । হিন্দি হ্যায় হম, বতন হ্যায় হিন্দুস্তান হামারা ।"

ABOUT THE AUTHOR

...view details