কলকাতা, 9 জুন : তাঁর প্রেগন্যান্সি নিয়ে গত কয়েকদিন ধরে তীব্র জল্পনার পর অবশেষে মুখ খুললেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)৷ বড়সড় বিবৃতি দিয়ে তিনি জানালেন, নিখিল জৈনের সঙ্গে আইনভাবে বিয়েই হয়নি তাঁর ৷ তাই বিবাহবিচ্ছেদের প্রশ্নই নেই ৷ তবে বিবৃতিতে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে কোনও কথা বলেননি বসিরহাটের সাংসদ ৷
গত কয়েকদিন ধরেই রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে নুসরত জাহানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ৷ এ নিয়ে তাঁর স্বামী নিখিল জৈন বলেছিলেন, যদি খবরটা সত্যি হয়, তবে অভিনেত্রীর সন্তানের পিতা তিনি নন ৷ কারণ তাঁরা দীর্ঘদিন একসঙ্গে থাকেন না ৷ নুসরতের সন্তানসম্ভবা হওয়া খবরে স্বাভাবিকভাবেই জড়িয়ে যায় অভিনেতা যশ দাশগুপ্তের নাম ৷ গত কয়েক মাসের গতিবিধিতে তিনিই এখন নুসরতের চর্চিত বয়ফ্রেন্ড ৷ অনেকেই বলতে থাকেন, তাহলে নিখিলের সঙ্গে বিবাহবিচ্ছেদ করে নেওয়া উচিত নুসরতের ৷ নানা মহলা নানা কথা হলেও এতদিন এ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী ৷ এ বার তিনি বিবৃতি দিয়ে নীরবতা ভাঙলেন ৷ সোশ্যাল মিডিয়ায় নয়, সাংবাদিকদের বিবৃতি পাঠিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নুসরত ৷
তিনি লিখেছেন, "তুরস্কের বিয়ের আইন অনুযায়ী বিদেশের ওই অনুষ্ঠান অবৈধ ৷ আর যেহেতু এটা দুই ধর্মে বিয়ে, সে জন্য এটি বৈধতা পেতে স্পেশ্য়াল ম্যারেজ অ্যাক্টের স্বীকৃতি প্রয়োজন, যেটা ঘটেনি ৷ আইন অনুযায়ী এটা কোনও বিয়ে নয় ৷ এটা একটা সম্পর্ক অথবা একটা লিভ-ইন সম্পর্ক ৷ সুতরাং বিবাহবিচ্ছেদের প্রশ্নই ওঠে না ৷ দীর্ঘদিন হল আমরা আলাদা আছি ৷ তবে এ নিয়ে কখনও কিছু বলিনি, কারণ আমার ব্যক্তিগত জীবন নিজের কাছেই রাখতে চেয়েছি ৷ তাই আমার সঙ্গে জড়িত কেউ বা কোনও সংবাদমাধ্যম এই সেপারেশনের ভিত্তিতে আমার কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলতে পারে না ৷ এই বিয়ে বেআইনি ও অবৈধ ৷"