কলকাতা, 22 জানুয়ারি : পরিচালক অভিষেক চৌধুরীর হাত ধরে আসতে চলেছে ওয়েব ফিল্ম 'টিকিল্যান্ড'(Abhishek Chowdhury is Coming with the Web film Tikiland )। 'ফিউচারিস্টিক ফ্যান্টাসি স্যাটায়ার' বলা যায় 'টিকিল্যান্ড'-কে । এই ওয়েব ছবির হাত ধরেই ফের পর্দায় ফিরছেন মিউজিক ভিডিয়ো 'মনের মানুষ'- এর ভাইরাল জুটি দেবতনু এবং শুভস্মিতা মুখোপাধ্যায় । একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋ সেনও । এছাড়া রয়েছেন তরুণিমা চক্রবর্তী এবং যুধাজিৎ সরকার । সম্প্রতি প্রকাশ্যে এসেছে 'টিকিল্যান্ড'-এর অফিসিয়াল ট্রেলার । কেফি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত, আকাঙ্ক্ষা মংলানি নিবেদিত 'টিকিল্যান্ড' ভবিষ্যৎ প্রজন্মের উপর সোশ্যাল মিডিয়ার ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলিকে তুলে ধরবে (Web film Tikiland will tell us a story of feature) ।
কাহিনিতে দেখা যায়, সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তির দাপট ছড়িয়ে পড়েছে শহরে ৷ তার ওপর 'ফোমো' নামক এক অদ্ভুত ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অনেকেই ৷ এই ভাইরাসের কবলে পড়েছেন সপ্তক নামের এক থিয়েটার শিল্পীও ৷ টিকিস্টারদের সঙ্গে তাঁর দ্বন্দ্বের কথাই বলবে এই ওয়েব ছবি । পরিচালকের কথায়, "শুরুতে টিকিল্যান্ডকে শর্ট ফিল্ম হিসেবে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । কিন্তু তারপর ওয়েব ফিল্ম হিসেবে পরিকল্পনা করা হয় । কাজের শুরুতে আমরা অনেক অসুবিধার সম্মুখীন হয়েছি । বেশ কিছু বাধাও এসেছে । শেষে আকাঙ্ক্ষা মংলানি এগিয়ে এলেন । তৈরি হল 'টিকিল্যান্ড' ।"
ছবি সম্পর্কে বলতে গিয়ে পরিচালক অভিষেক চৌধুরী আরও বলেন, "এরকম গল্প বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কমই হয় । এগল্প আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার মনস্তাত্ত্বিক, শারীরিক এবং সামাজিক প্রভাবকে কেন্দ্রে রেখে আবর্তিত হয় । আশা করি, বাংলা এবং বাংলার বাইরের দর্শকরা আমাদের সিনেমা দেখবেন এবং আমাদের সমর্থন করবেন । পুরো টিম সত্যিই কঠোর পরিশ্রম করেছে এবং ছবির পরিচালক হিসেবে আমি খুব আশাবাদী ।"