কলকাতা, 29 ডিসেম্বর :করোনার দাপাদাপি কমতেই খুলেছে সিনেমা হল। মুক্তি পাচ্ছে একের পর এক ছবি। একইসঙ্গে চলছে ছবির প্রোমোশনও । কদিন আগেই '৮৩'র প্রোমোশনে কলকাতা সফরে এসেছিলেন কপিল দেব এবং কবীর খান । প্রোমোশনের এমন দৃশ্য ধরা পড়ে প্রায়শই। কিন্তু সিনেমা হল, মাল্টিপ্লেক্স তো খুলল মুক্তিও পেয়েছে বহু ছবি । কিন্তু সেখানে কি সেই আগের মতো ভিড় লক্ষ্য করা যাচ্ছে ? এই সময়ে দাঁড়িয়ে টিকিটের দরই বা কেমন, টিকিটের দরের উপরে সরকারি হস্তক্ষেপ কি আদৌ যুক্তিসঙ্গত (the price hike of film tickets )?
সম্প্রতি তেলেঙ্গানা সরকারের তরফে জানানো হয়েছে টিকিটের দাম বাড়ানোর কথা৷ উল্লেখ্য, সে রাজ্যে চাইলেই সিনেমা হলের টিকিটের দাম বাড়ানো যায় না । কিন্তু শীঘ্রই আসতে চলেছে একটি বিগ বাজেটের ছবি৷ আর সেই কথা মাথায় রেখেই টিকিটের দামে অদল বদলের চিন্তাভাবনা চলছে । কিন্তু টিকিটের দরের উপরে সরকারি হস্তক্ষেপ কি আদৌ যুক্তিসঙ্গত ? এই ব্যপারে কী ভাবছে কলকাতার মাল্টিপ্লেক্সগুলি ? 'এস ভি এফ সিনেমা'-এর তরফে জানানো হয়েছে টিকিটের মূল্য শুরু 90 টাকা থেকে এবং সর্বোচ্চ মূল্য 250 টাকা ৷ 200 থেকে 250 টাকা বরাদ্দ রিক্লাইনার সিটের জন্য ।
অন্যদিকে 'অজন্তা মাল্টিপ্লেক্স'-এর তরফে শতদীপ সাহা বলেন, "টিকিটের মূল্য কত তা বড় বিষয় নয়। বড় বিষয় হল, সিনেমাটা কেমন? সিনেমার মান ভাল হলে যত দামেরই টিকিট হোক না কেন মানুষ আসবেন। হাউজ ফুল যাচ্ছে হল । টিকিট পাওয়া যাচ্ছে না । টনিকের টিকিট পাওয়া যাচ্ছে না বুক মাই শো-তে । সিনেমা ভাল হলে দর্শক আসবেই । তা সে টিকিটের দাম বেশি হোক বা কম৷ সাম্প্রতিককালে তা প্রমাণ করে দিয়েছে 'স্পাইডারম্যান', 'টনিক', 'পুষ্পা'। সিনেমা হলে লোক না আসলে 'স্পাইডারম্যান' ২০০ কোটি টাকা ব্যবসা করতে পারত না। তেলেঙ্গানা রাজ্যে সিনেমা হলে টিকিটের দাম বাড়ানো যায় না। তবে, একটা বিগ বাজেটের ছবি আসছে ওখানে৷ তাই টিকিটের দাম বাড়ানো-কমানো নিয়ে একটা পরিকল্পনা ওখানে চলছে শুনেছি । দেখা যাক কী হয় ।"