পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভুলটা তাঁদেরই হয় যাঁরা কাজ করেন, মোদি বিরোধিতার ড্যামেজ কন্ট্রোল অনুপমের - অনুপম খের

কোভিড সংকট নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কথা বলার কয়েক ঘণ্টার মধ্যেই ড্যামেজ কন্ট্রোলে তত্পর হয়ে উঠলেন অভিনেতা অনুপম খের ৷ হিন্দি কবিতা লেখা একটি টুইট করেছেন তিনি ৷

those-who-work-make-mistakes-actor-anupam-kher-after-image-building-comment
ভুলটা তাঁদেরই হয় যাঁরা কাজ করেন, মোদি বিরোধিতার ড্যামেজ কন্ট্রোল অনুপমের

By

Published : May 14, 2021, 12:05 PM IST

মুম্বই, 14 মে:কোভিড সংকট নিয়ে স্বভাববিরুদ্ধভাবে কেন্দ্রের বিপক্ষে গলা তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুণমুগ্ধ হিসেবে পরিচিত অভিনেতা অনুপম খের ৷ তার কয়েক ঘণ্টা কাটতে না-কাটতেই তিনি ড্যামেজ কন্ট্রোলে তত্পর হয়ে উঠলেন ৷ টুইটে লিখলেন, "যাঁরা কাজ করেন, তাঁদেরই ভুল হয় ৷"

শুক্রবার 6 লাইনের একটি হিন্দি কবিতা টুইট করেছেন অনুপম খের ৷ যেখানে লেখা রয়েছে, "যাঁরা কাজ করেন, শুধু তাঁদেরই ভুল হয় ৷ যাঁরা অলসভাবে বসে বসে অন্যের খারাপ খুঁজে বেড়ান, তাঁদের জীবন খুব শিগগিরই সমাপ্তির পথে চলে আসে ৷"

বিভিন্ন সময়ে সরকারের ঢাল হিসেবে গলা চড়াতে দেখা গিয়েছে অনুপম খেরকে ৷ তবে সম্প্রতি তাঁর গলাতেই শোনা যায় উল্টো সুর ৷ বলেন, কোভিড সংকটের সময়ে কিছুক্ষেত্রে নিজেদের কাজ ঠিকমতো করতে পারেনি কেন্দ্র ৷

আরও পড়ুন:ভাবমূর্তি তৈরির থেকেও জরুরি মানুষের জীবন, কেন্দ্রকে বিঁধে উল্টো সুরে অনুপম

একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে প্রবীণ অভিনেতা বলেন, "কিছুক্ষেত্রে তারা নিজেদের কাজ ঠিকমতো করা থেকে পিছলে গিয়েছে...এ বার এটা তাদের বোঝার সময় হয়েছে এবং শুধুমাত্র ভাবমূর্তি তৈরি করার থেকেও এখন অনের বেশি জরুরি মানুষের প্রাণ বাঁচানো ৷"

সরকার কি কোভিড ত্রাণের থেকেও ভাবমূর্তি তৈরি করায় বেশি মনোযোগী হয়েছে ? এই প্রশ্নের জবাবে অনুপম খের বলেন, "আমার মনে হয় অনেক ক্ষেত্রেই এই সমালোচনার যথেষ্ট কারণ রয়েছে ৷ এই দেশের মানুষই সরকারকে নির্বাচন করেছে ৷ কাজেই তাদের এই অবস্থায় মানু৷ষের জন্য কিছু করা উচিত ৷ যে ব্যক্তির উপর এই সব ঘটনার প্রভাব পড়বে না, তিনি অমানবিক ৷ দেহ ভাসছে...তবে একে নিজেদের স্বার্থসিদ্ধিতে কাজে লাগানোও কোনও রাজনৈতিক দলের ঠিক না ৷"

ABOUT THE AUTHOR

...view details