পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Soham New Film Kolkatar Harry : সোহমের জন্মদিনেই হাজির তাঁর নতুন ছবি 'কলকাতার হ্যারি'র পোস্টার - Soham New Film Kolkatar Harry

"মেঘমুলুকে তোমরা যাবে, রামধনু রং কুড়িয়ে পাবে, শিখবে সবই সহজ ভাবে, এ রূপকথায়।"- এমনই ট্যাগলাইন নিয়েই আসছে নতুন বাংলা ছবি 'কলকাতার হ্যারি'। এবার প্রযোজক তথা অভিনেতা সোহমের হাত ধরে মুক্তি পেল ছবির নতুন পোস্টার ( Second Poster of Kolkatar Harry)৷

Kolkatar Harry Poster
হাজির 'কলকাতার হ্যারি'র সেকেন্ড পোস্টার

By

Published : Mar 8, 2022, 2:18 PM IST

কলকাতা, 8 মার্চ: নিজের জন্মদিনেই ছবির দ্বিতীয় পোস্টার নিয়ে হাজির হলেন অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty Reveals the Second Poster of Kolkatar Harry)। রাজদীপ ঘোষ পরিচালিত 'কলকাতার হ্যারি' ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, ঐশিকা গুহ ঠাকুরতা, লাবনী সরকার, অরিন্দম গাঙ্গুলি, রাজ চক্রবর্তী, সুদীপা বসু, বাসন্তী চট্টোপাধ্যায়ের মত পরিচিত-অপরিচিত একাধিক মুখ ।

ছবির গল্প আবর্তিত হয় হরিনাথ পাত্রকে কেন্দ্রে রেখে। তিনি পুল কার চালান। আর তাঁর একটি বড় বৈশিষ্ট হল তিনি রূপকথার গল্প ভালবাসেন । আবার একই সঙ্গে হ্যারি পটারেরও অন্ধভক্ত । কাজের ফাঁকে নিজেও তিনি ম্যাজিক দেখান কলকাতার রাস্তায় । এই হরিনাথের জীবনে একটা বড় ঘটনার সূত্রপাত ১০ বছর বয়সি তিতলি যে কিনা তার পুল কারে স্কুলে যায় এবং তার থেকে ১৪ বছরের বড় তার দিদি মোহরকে কেন্দ্র করে । মোহর একটি শিক্ষামূলক প্রতিষ্ঠানে কাজ করে । এরপর মোহর, হরিনাথ এবং তিতলির জীবন কোনদিকে এগোয় সেটাই দেখার । তবে, এটুকু বলা যেতে পারে হরির কাজ চলে যাওয়ার পর মোহর তাঁকে নতুন একটি পেশার পথ দেখায় । বাকিটা গল্প জানতে হলে পর্দায় ছবিটি আসার অপেক্ষা করতেই হবে ৷

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত পরিচালক রাজা চন্দ

ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায় । সিনেমাটোগ্রাফার গোপি ভগত আর সম্পাদনায় রয়েছেন শুভজিত সিংহ । গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রোহিত-সৌম্য । কোরিওগ্রাফিতে বাবা যাদব । শিল্প নির্দেশনায় তাপস সরকার । ছবির মুক্তির দিন জানা যায়নি এখনও । তবে, সম্ভবত খুব বেশি দেরি নেই এই ছবি আসতে ।

ABOUT THE AUTHOR

...view details