পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Global Film Festival : 'মাই সিনেমা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এর বিজয়ীদের তালিকা

দ্বিতীয় বছরে পা দিল 'মাই সিনেমা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল'। নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ দিতেই এই আয়োজন ৷ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার সামনে এল মাই সিনেমা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালের বিজয়ীদের তালিকা ( Winners of My Cinema Global Film Festival)।

The list of long awaited winners of 'My Cinema Global Film Festival' has been released
প্রকাশ পেল 'মাই সিনেমা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এর বহু প্রতীক্ষিত বিজয়ীদের তালিকা

By

Published : Mar 30, 2022, 1:59 PM IST

কলকাতা, 30 মার্চ : নতুন প্রজন্মের ভারতীয় চলচ্চিত্রকার উৎসাহ দেওয়ার জন্য আয়োজন এবারও আয়োজিত হল 'মাই সিনেমা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল'। 'মাই সিনেমা হল'-এর উদ্যোগে দ্বিতীয়বার ভার্চুয়ালি অনুষ্ঠিত হল চলচ্চিত্র উৎসব । দেশের বেড়াজাল ভেঙে, এই চলচ্চিত্র উৎসব হয়ে উঠেছে আন্তর্জাতিক মানের । সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সমস্ত ছবি জমা পড়েছিল সেগুলির ভার্চুয়াল প্রদর্শনও চলেছিল 'মাই সিনেমা হল'-এর অফিসিয়াল সাইটে ৷

অপেক্ষার অবসান ঘটিয়ে এবার সামনে এল 'মাই সিনেমা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এর বিজয়ীদের তালিকা (Winners of My Cinema Global Film Festival)। প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণাও হল একটি অনলাইন অনুষ্ঠানেই । সেই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয় সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং চ্যানেলে । এই প্রতিযোগিতায় তিনটি বিভাগ রয়েছে, মাই স্টোরি (ফিচার ফিল্ম), মাই শর্টস (শর্ট ফিল্ম) এবং মাই ফ্রেম (নভেল ফিল্ম) । 'মাই স্টোরি' বিভাগে বেস্ট ফিল্ম হিসাবে মনোনীত হয়েছিল তিনটি ছবি, 'দ্য ফার্স্ট টিচার', 'আইসলেশন', 'তরুলতার ভূত' । এই বিভাগে সেরা ছবির স্বীকৃতি পেল 'দ্য ফাস্ট টিচার' । 'মাই শর্টস' বিভাগে সেরা ছবির মনোনয়নের তালিকাতে ছিল চারটে ছবি, 'দ্য অ্যাঙ্গুইশ', 'দ্য গেম অফ ডেথ', 'অ্যাট ডন দ্য ইউথ'এবং 'পাড়ি'। এর মধ্যে থেকে সেরা ছবির খেতাব জিতে নিল 'দ্য অ্যাঙ্গুইশ'।

দ্বিতীয় বছরে পা দিল 'মাই সিনেমা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল'

'মাই ফ্রেম' ক্যাটাগরিতে সেরা ছবি হিসাবে সম্মানিত হল 'মাগনের গান'। পরিচালক সুমন কুমার, তাঁর ছবি 'দ্য অ্যাঙ্গুইশ'-এর জন্য পেলেন 'সেরা পরিচালক'-এর সম্মান । একই ছবির জন্য তিনি জিতে নিয়েছেন 'সেরা চিত্রনাট্য'-এর সম্মানও । 'বেস্ট অ্যাক্টর মেল' বিভাগে মনোনীত হয়েছিলেন তিনজন অভিনেতা, ভিথাল কালে (ছবি: দ্য আঙ্গুইশ), শুভায়ন কুমার রায় (ছবি: পাড়ি), এবং রোশন রবীন্দ্র (ছবি: দ্য ফার্স্ট টিচার) । তাঁদের মধ্যে 'দ্য অ্যাঙ্গুইশ' ছবিতে তাঁর অসামান্য অভিনয় দক্ষতার জন্য সেরার পুরস্কার জিতে নিলেন অভিনেতা ভিথাল কালে ।

নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ দিতেই এই আয়োজন

'দ্য আল্টিমেট অ্যাক্ট' ছবির জন্য 'বেস্ট অ্যাক্টর ফিমেল' বিভাগে সেরা হিসেবে নির্বাচিত হলেন মারি ওয়াদৌক্স । বিজেতাদের নাম ঘোষণা করার সময় বিচারক অতনু ঘোষ পরিচালক সুমন কুমারের প্রশংসা করে বলেন, " 'দ্য অ্যাঙ্গুইশ' ছবির মাধ্যমে সুমন মানুষের অন্তর্দ্বন্দ্ব এবং মানসিক সমস্যার এক অসাধারণ উপস্থাপনা করেছেন । ভবিষ্যতে তাঁর থেকে আরও অনেক ভালো ভালো ছবি উপহার পাওয়ার আশা রাখছি।"

আরও পড়ুন : কান্নাকাটি করেও মিলল না ফ্লাইটে ওঠার অনুমতি, ঋতুপর্ণার অভিযোগে কী বলল এয়ারলাইন্স সংস্থা

'মাগনের গান' ছবির প্রশংসা করে খ্যাতনামা সম্পাদক তথা বিচারপতি অর্ঘ্যকমল মিত্র বলেন, "ভীষণ ভালো গবেষণার ফলশ্রুতি এই ছবি ৷" অন্যতম বিচারক তথা বিখ্যাত পরিচালক সোহাগ সেন এই চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে বলেন, "আমি ধন্যবাদ জানাই মাই সিনেমা হল-কে, এই রকম একটি অতিমারীর সময়েও এত সুন্দর ভাবে একটি ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করে সমস্ত নবাগত পরিচালক এবং সিনেমা নির্মাতাদের এতটা সাহস এবং অনুপ্রেরণা দেওয়ার জন্য । মাই সিনেমা হল এই প্রতিযোগিতার মাধ্যমে শর্টফিল্ম, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি- সব ধরনের সিনেমা নির্মাণে উদ্বুদ্ধ করেছে নির্মাতাদের এবং তাঁদের একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম উপহার দিয়েছে । আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে বেশ কিছু ভাল কাজ দেখলাম । পুরো টিমের জন্য আমার অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা রইল ।"

অপেক্ষার অবসান ঘটিয়ে এবার সামনে এল মাই সিনেমা গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালের বিজয়ীদের তালিকা

ABOUT THE AUTHOR

...view details