কলকাতা, 19 নভেম্বর: জনপ্রিয় ওয়েব সিরিজ 'একেন বাবু' (Eken Babu) এবার আসছে বড় পর্দায় । জানাল এসভিএফ । ছবির নাম দেওয়া হয়েছে 'দ্য একেন' (The Eken)৷
গোয়েন্দা গল্প মানেই ফেলুদা, ব্যোমকেশ । কখনও আবার মিতিন মাসি কিংবা কিরিটী । এদের পাশে কিছুদিন হল জায়গা করে নিয়েছে একেন বাবু । ওটিটি-তে বেশ ভাল সাড়া ফেলেছে গোয়েন্দা একেন বাবু । এবার বড় পর্দায় হাজির হতে চলেছে এই চরিত্র ।
দার্জিলিংয়ের একটি রহস্য উদঘাটন করবে গোয়েন্দা একেন বাবু । এ বারও পরিচালনার দায়িত্বে জয়দীপ মুখোপাধ্যায় । একেন বাবুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তীই থাকছেন । ছবির নাম 'দ্য একেন'।
আরও পড়ুন:Golondaaj: বাংলাদেশে মুক্তি পেল দেবের 'গোলন্দাজ'
এক ছাপোষা বাঙালির ছদ্মবেশে একের পর এক রহ্যসের জট খোলে একেন বাবু । বরাবরের মতো এ বারও একেন বাবুর গল্প লিখেছেন সুজন দাশগুপ্ত । চিত্রনাট্য লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত । সঙ্গীত পরিচালনায় জয় সরকার । গান লিখেছেন চন্দ্রিল ভট্টাচার্য ।
আরও পড়ুন:Bollywood on Farm Laws: "শিক্ষা নিক ভবিষ্যতের সরকার", কৃষি আইন প্রত্যাহারে খুশি বলিউড
'একেন বাবু' মানেই কোনও না কোনও জায়গা ঘিরে রহস্য । এ বার গন্তব্য দার্জিলিং । খুব শিগগিরই শুরু হবে শুটিং । সব ঠিক থাকলে 2022-এই মুক্তির সম্ভাবনা রয়েছে এই ছবির । এই ছবিতে আরও কারা আছেন, তা জানা যায়নি এখনও ।
আরও পড়ুন:Yash Nusrat: 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি'-র মহরতে যশ-নুসরত