পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Oscars 2022 : সেরা অভিনেতার খেতাব জয় করলেন স্মিথ, দেখে নিন এবারের অস্কার বিজয়ীদের তালিকা - Oscars 2022

অতিমারির পর ফের একবার নতুন উদ্যোমে অনুষ্ঠিত হল 94তম আকাদেমি অ্যাওয়ার্ড সেরিমনি ৷ সারা বিশ্বের সেরা চলচ্চিত্র প্রতিভাদের ফের একবার সম্মানিত করল এই মঞ্চ ৷ দেখে নিন একনজরে কারা ছিনিয়ে নিলেন কোন পুরস্কার (Oscars 2022 Winners) ৷

Oscars 2022
সেরা অভিনেতার খেতাব জয় করলেন স্মিথ, দেখে নিন এবারের অস্কার বিজয়ীদের তালিকা

By

Published : Mar 28, 2022, 11:48 AM IST

লস অ্যাঞ্জেলেস, 28 মার্চ : গত কয়েক বছর করোনার কারণে বন্ধ থাকার পর অবশেষে এবার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হল 94তম আকাদেমি অ্যাওয়ার্ড সেরিমনি ৷ সারা বিশ্বের সেরা চলচ্চিত্র প্রতিভাদের ফের একবার সম্মানিত করল এই মঞ্চ ৷ যদিও মনোনয়ন পেলেও বাঙালী পরিচালক সুস্মিত ঘোষ এবং রিণ্টু থমাসের তথ্যচিত্র 'রাইটিং উইথ ফায়ার' এবার অস্কার ছিনিয়ে নিতে পারেনি ৷ বরং লড়াই জিতে নিতে নিল মার্কিন পরিচালক আহমির থমসনের তথ্যচিত্র 'সামার ইন সোল' ৷ আর 53 বছর বয়সে সকলের মুখে হাসি ফুটিয়ে সেরা অভিনেতা হিসাবে অস্কার জিতে নিলেন উইল স্মিথ ৷ কিং রিচার্ড ছবিতে তাঁর অভিনয়ের জন্য সেরার মুকুট মাথায় পড়লেন তিনি ৷ সেরা ছবির পুরস্কার জিতল 'কোডা' ৷

  • পুরস্কার বিজয়ীদের তালিকা (Oscars 2022 Winners):
  • সেরা ছবি : কোডা (পরিচালক: সিয়ান হেডর)
  • সেরা বিদেশি ছবি : ড্রাইভ মাই কার (জাপান, পরিচালক: রিউসুকে হামাগুচি)
  • সেরা অভিনেতা : উইল স্মিথ (কিং রিচার্ড)
  • সেরা সহ-অভিনেতা : ট্রয় কোটসুর (কোডা)
  • সেরা অভিনেত্রী : জেসিকা চেস্টিন (দ্য আই অফ টেমি ফে)
  • সেরা সহ-অভিনেত্রী : আরিনা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)
  • সেরা পরিচালক: জেনে ক্যাম্পপিয়ন (দ্য পাওয়ার অফ ডগ)

আরও পড়ুন: আজ বসছে অস্কারের আসর, কারা পেল মনোনয়ন ? কারা প্রেজেন্টার ?

এছাড়া রীতিমত নজর কেড়েছে 'ডুন' ছবিটিও ৷ অরিজিনাল স্কোর, ভিজ্যুয়াল এফেক্ট, সিনেমাটোগ্রাফি, প্রোডাকশন ডিজাইজন, শব্দগ্রহণ এবং সম্পদনা মিলিয়ে মোট সাতটি বিভাগে অস্কার জিতে নিয়েছে এই ছবি ৷ অক্সার পুরস্কার বিজয়ীর তালিকায় এবার নাম উঠেছে পাকিস্তানেরও ৷ 'দ্য লং গুডবাই' নামক শর্ট ফিল্মের জন্য জীবনের প্রথম অস্কার জিতে নিয়েছেন অভিনেতা রিজ আহমেদ ৷ একই সঙ্গে অস্কার মঞ্চে এদিন বিশেষ সম্মান জানানো হয়েছে ফোর্ড কপোলোর ছবি 'গড ফাদার'-কেও ৷ এবছরই পঞ্চাশ বছর পূরণ করল এই ছবি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details