দিল্লি, 22 মার্চ:সেরা হিন্দি ফিল্ম বিভাগে জাতীয় পুরস্কার জিতে নিল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ছিছোড়ে ৷ সেরা অভিনেত্রী হিসেবে ফের জাতীয় পুরস্কার এসেছে কঙ্গনা রানাওয়াতের ঝুলিতে ৷ তাঁর দুটি ফিল্ম 'মণিকর্ণিকা: দু কুইন অফ ঝাঁসি' এবং 'পাঙ্গা'র জন্য সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি ৷ সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছে গুমনামি ৷
করোনাভাইরাসের কারণে এই পুরস্কার ঘোষণা প্রায় এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল ৷ সোমবার ন্য়াশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলন করে ঘোষিত হয় 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৷ এ বার ফিল্ম বিভাগে ছিল 461টি মুভি এবং নন-ফিচার ফিল্ম বিভাগে ছিল 220টি ফিল্ম ৷ এ বছর 2019 সালের নীতেশ তিওয়ারির ফিল্ম ছিছোড়ে সেরা হিন্দি ফিল্মের পুরস্কার জিতে নিয়েছে ৷